টাকার লোভে খুন, চিল্লা থেকে গ্রেপ্তার মুয়াজ্জিন
গরু বোঝাই ট্রাক আসবে বলে এক কলা বাগানের ভেতর নিয়ে রাতের অন্ধকারে হাতুড়ি দিয়ে মুখে, কপালে, চোখে এবং মাথার বিভিন্ন স্থানে আঘাত করেন। মৃত্যু নিশ্চিত হলে রমিজ উদ্দীনের সঙ্গে থাকা ৬ লাখ টাকা নিয়ে ফিরে আসেন মসজিদে। মসজিদে ফিরে ফজরের আজান দেন জাকির।