মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে কাঁচা সড়ক পাকাকরণের কাজ মুখ থুবড়ে পড়ে আছে। উপজেলার শুকুন্দী ইউনিয়নের উত্তর নারান্দী মাটির বাসন রেস্টুরেন্টের কাছ থেকে সুতালরীকান্দা সংযোগ সড়কের উত্তর নারান্দী ঈদগাহ পর্যন্ত ৫০০ মিটার সড়ক বেহাল অবস্থায় পড়ে আছে।
স্থানীয়রা জানান, এক বছরেরও বেশি সময় আগে এই সড়কের কাজের উদ্বোধন করা হলেও এখন পর্যন্ত সড়কের কাজ শেষ হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না তাঁরা। দোয়েল কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির কাজের দায়িত্ব পায়। দায়িত্ব পাওয়ার অল্প কিছুদিনের মধ্যেই সড়কে বক্স কেটে বালু ও ইটের খোয়া ফেলা হয়। এরপর এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করতে পারেনি। এখন এই সড়ক দিয়ে এলাকার মানুষ খুবই কষ্ট করে চলাচল করছে। এবারের ঈদুল ফিতরের নামাজ আদায় করতেও সড়কে জমে থাকা পানির ওপর দিয়ে যেতে হয়েছে। এমনকি আশপাশের জমির ধান কেটে নিয়ে যেতেও কষ্ট হয়েছে।
স্থানীয় মো. তোফাজ্জল হোসেন নামে একজনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘প্রায় এক বছর আগে সড়কের কাজ শুরু হলেও এখনো শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। দীর্ঘদিন ধরে সড়কের কাজ বন্ধ রয়েছে। এই সড়কের অনেক জায়গা ভেঙে পড়ে গেছে। এর জন্য এলাকার মানুষকে অনেক বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে সড়কটির কাজ শেষ করার দাবি জানাচ্ছি।’
একই গ্রামের পঞ্চাশোর্ধ্ব কফিল উদ্দিন ওই সড়ক দিয়ে সাইকেল নিয়ে হেঁটে নারান্দী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি মুচকি হেসে বলেন, ‘আমরা কইলে তো দোষ হইবে। কোন মানুষ যে এই সড়কের কাম পাইছে তা আল্লায় ভালো জানে।’
এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দোয়েল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীর মোবাইলে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
মনোহরদী উপজেলা প্রকৌশলী মো. মীর মাহিদুল ইসলাম বলেন, ‘সড়কটির নির্মাণকাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য আমি সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে একাধিকবার কথা বলেছি। আশা করছি, ঠিকাদারি প্রতিষ্ঠান দ্রুত সময়ের মধ্যে সড়কটির নির্মাণকাজ শেষ করবে।’
নরসিংদীর মনোহরদীতে বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে কাঁচা সড়ক পাকাকরণের কাজ মুখ থুবড়ে পড়ে আছে। উপজেলার শুকুন্দী ইউনিয়নের উত্তর নারান্দী মাটির বাসন রেস্টুরেন্টের কাছ থেকে সুতালরীকান্দা সংযোগ সড়কের উত্তর নারান্দী ঈদগাহ পর্যন্ত ৫০০ মিটার সড়ক বেহাল অবস্থায় পড়ে আছে।
স্থানীয়রা জানান, এক বছরেরও বেশি সময় আগে এই সড়কের কাজের উদ্বোধন করা হলেও এখন পর্যন্ত সড়কের কাজ শেষ হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না তাঁরা। দোয়েল কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির কাজের দায়িত্ব পায়। দায়িত্ব পাওয়ার অল্প কিছুদিনের মধ্যেই সড়কে বক্স কেটে বালু ও ইটের খোয়া ফেলা হয়। এরপর এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করতে পারেনি। এখন এই সড়ক দিয়ে এলাকার মানুষ খুবই কষ্ট করে চলাচল করছে। এবারের ঈদুল ফিতরের নামাজ আদায় করতেও সড়কে জমে থাকা পানির ওপর দিয়ে যেতে হয়েছে। এমনকি আশপাশের জমির ধান কেটে নিয়ে যেতেও কষ্ট হয়েছে।
স্থানীয় মো. তোফাজ্জল হোসেন নামে একজনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘প্রায় এক বছর আগে সড়কের কাজ শুরু হলেও এখনো শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। দীর্ঘদিন ধরে সড়কের কাজ বন্ধ রয়েছে। এই সড়কের অনেক জায়গা ভেঙে পড়ে গেছে। এর জন্য এলাকার মানুষকে অনেক বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে সড়কটির কাজ শেষ করার দাবি জানাচ্ছি।’
একই গ্রামের পঞ্চাশোর্ধ্ব কফিল উদ্দিন ওই সড়ক দিয়ে সাইকেল নিয়ে হেঁটে নারান্দী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি মুচকি হেসে বলেন, ‘আমরা কইলে তো দোষ হইবে। কোন মানুষ যে এই সড়কের কাম পাইছে তা আল্লায় ভালো জানে।’
এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দোয়েল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীর মোবাইলে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
মনোহরদী উপজেলা প্রকৌশলী মো. মীর মাহিদুল ইসলাম বলেন, ‘সড়কটির নির্মাণকাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য আমি সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে একাধিকবার কথা বলেছি। আশা করছি, ঠিকাদারি প্রতিষ্ঠান দ্রুত সময়ের মধ্যে সড়কটির নির্মাণকাজ শেষ করবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১০ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১২ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে