মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিডুবি, উদ্ধার অভিযান শুরু
আব্দুল হামিদ মিয়া বলেন, গতকাল বুধবার ডুবে যাওয়া ফেরি উদ্ধারে জাহাজ হামজা অভিযান পরিচালনা করে। আজ দুপুর ১২টার দিকে রুস্তম নামের আরেকটি উদ্ধার জাহাজ স্পটে রেকি করেছে। এই জাহাজটিও কাজ শুরু করবে। ২৫০ টনের ইউটিলিটি ফেরি তুলতে প্রত্যয় লাগবে। প্রত্যয় গতকালই পাটুরিয়ার উদ্দেশে রওনা হয়েছে।