সড়ক বেহাল, জনদুর্ভোগ
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরব-মেন্দিপুর সড়কের বিভিন্ন স্থানে ভেঙে ছোট-বড় বহু গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে যায়। ফলে এ সড়কে চলাচলকারী পথচারী, যাত্রী ও চালকেরা দুর্ভোগ পোহাচ্ছেন। ভোগান্তি থেকে মুক্তি পেতে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দার।