Ajker Patrika

ফসলি জমিতে ক্ষতিকর ও উপকারী পোকা চিহ্নিতকরণে 'আলোক ফাঁদ'

ভৈরব (কিশোরগঞ্জ), প্রতিনিধি 
ফসলি জমিতে ক্ষতিকর ও উপকারী পোকা চিহ্নিতকরণে 'আলোক ফাঁদ'

কিশোরগঞ্জের ভৈরবে ফসলি জমিতে দিনের পর দিন অনিয়মিত ও মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এর ফলে ফসলের ক্ষতিকর পোকার পাশাপাশি উপকারী পোকাও ধ্বংস হচ্ছে। এতে ফসলি জমির ক্ষতি হচ্ছে। যা ভবিষ্যতে কৃষির জন্য একটি বড় রকমের বিপর্যয় বা ক্ষতির কারণ হিসেবে দেখা দিতে পারে। এ কারণে কৃষি অফিসের কর্মীরা ফসলি জমিতে পোকা চিহ্নিতকরণে 'আলোর ফাঁদ' এর গুরুত্ব বোঝাতে উপজেলার বিভিন্ন গ্রামের পাড়া-মহল্লায় ছুটছেন। 

এলাকা সূত্রে জানা গেছে, কীটনাশকের ব্যবহার থেকে কৃষকদের দূরে রাখতে এ প্রযুক্তির ব্যবহার অর্থাৎ আলোক ফাঁদ তৈরি শেখাচ্ছেন মাঠকর্মীরা। প্রতি রোববার সন্ধ্যায় ভৈরব উপজেলার কৃষকদের আলোক ফাঁদ স্থাপনের প্রশিক্ষণ দিচ্ছেন মাঠকর্মীরা। এ ফাঁদের মাধ্যমে বিশেষ করে ধানের জমিতে বর্তমানে কী কী ক্ষতিকর ও উপকারী পোকামাকড় রয়েছে, তা শনাক্ত করে ক্ষতিকারক পোকা দমনে কৃষকদের পরামর্শ দিচ্ছেন তারা। 

একই সঙ্গে ক্ষতিকর পোকার উপস্থিতি নির্ণয়ের পর জমিতে কীটনাশক প্রয়োগ করতে কৃষকদের উৎসাহ দিচ্ছেন উপজেলা কৃষি অফিস। এর ফলে একদিকে যেমন কৃষকদের উৎপাদন খরচ কমবে, তেমনি অপ্রয়োজনীয় কীটনাশক ব্যবহারও কমবে। ফলে ফসল হবে নিরাপদ ও বিষমুক্ত।

এ বিষয়ে ভৈরব উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম বলেন, 'প্রচলিত ধারণা থেকে বের করে প্রযুক্তি নির্ভর করার জন্য এবং বিষমুক্ত ফসল উৎপাদনে কৃষকদের এই আলোক ফাঁদ ব্যবহার করতে উৎসাহিত করা হচ্ছে। এর ফলে একদিকে যেমন কৃষকদের উৎপাদন খরচ কমবে। তেমনি জমিতে অপ্রয়োজনীয় কীটনাশক ব্যবহারও কমে যাবে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত