বেনজীরের চিকিৎসকের নামেও আড়াই শ বিঘা জমি
গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজমাওনা গ্রাম। এই গ্রামের বিএনপি বাজার এলাকার আশপাশে যত দূর চোখ যায়, শুধু সাইনবোর্ড আর সাইনবোর্ড। পতিত জমি, সরকারি জমি, জঙ্গল কিংবা আবাদি জমি—সবখানেই সাইনবোর্ডে এক ব্যক্তির নাম, ডা. ইকবাল। তবে এলাকাবাসী বলছেন, চিকিৎসকের নামে কেনা হলেও জমিগুলো পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজ