গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করেছে শ্রীপুর থানা-পুলিশ।
মৃত নির্মাণ শ্রমিক মো. জাকারিয়া হোসেন (২২) উপজেলার নিজমাওনা গ্রামের সামসুল হকের ছেলে। তিনি উপজেলার নিজমাওনা গ্রামের ক্রাউন ইজি ওয়্যার নামক কারখানায় নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন।
মৃতের স্বজন আমিনুল ইসলাম লিটন বলেন, জাকারিয়া ওই কারখানায় সকালে কাজ করতে আসেন। কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. সামসুল হক বলেন, ‘বিদ্যুতায়িত ছেলে গুরুতর আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে ছেলের মরদেহ দেখতে পাই। কীভাবে মারা গেলে কিছুই জানতে পারলাম না।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুদেপ চক্রবর্তী বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়ে। পুলিশকে খবর দেওয়ার পরপরই মরদেহ নিয়ে গেছে।
ক্রাউন ইজি ওয়্যার নামক কারখানার মানবসম্পদ কর্মকর্তা আসলাম সোহেল বলেন, ‘সব ধরনের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নির্মাণকাজ হচ্ছে। মৃত শ্রমিক অসাবধানতা বশত বিদ্যুতায়িত হয়। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আল মামুন বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করেছে শ্রীপুর থানা-পুলিশ।
মৃত নির্মাণ শ্রমিক মো. জাকারিয়া হোসেন (২২) উপজেলার নিজমাওনা গ্রামের সামসুল হকের ছেলে। তিনি উপজেলার নিজমাওনা গ্রামের ক্রাউন ইজি ওয়্যার নামক কারখানায় নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন।
মৃতের স্বজন আমিনুল ইসলাম লিটন বলেন, জাকারিয়া ওই কারখানায় সকালে কাজ করতে আসেন। কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. সামসুল হক বলেন, ‘বিদ্যুতায়িত ছেলে গুরুতর আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে ছেলের মরদেহ দেখতে পাই। কীভাবে মারা গেলে কিছুই জানতে পারলাম না।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুদেপ চক্রবর্তী বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়ে। পুলিশকে খবর দেওয়ার পরপরই মরদেহ নিয়ে গেছে।
ক্রাউন ইজি ওয়্যার নামক কারখানার মানবসম্পদ কর্মকর্তা আসলাম সোহেল বলেন, ‘সব ধরনের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নির্মাণকাজ হচ্ছে। মৃত শ্রমিক অসাবধানতা বশত বিদ্যুতায়িত হয়। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আল মামুন বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু থেকে ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ রয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিখোঁজ ওই যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
২৯ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানজট ও শব্দদূষণ কমানো এবং টেকসই পরিবেশবান্ধব শাটল সার্ভিস চালুর দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীদের একটি দল। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
৪২ মিনিট আগেবিয়ের দাবিতে বরগুনার আমতলীতে প্রবাসীর বাড়িতে (প্রেমিক) অনশনে বসা তরুণীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান হাসান ইপ্তির আদালতে মামলাটি করা হয়।
৪৩ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মো. ফরহাদ হোসেন হলে বৈধভাবে আসন পেয়েও প্রশাসন তা বাতিল করায় কাঁথা-বালিশ নিয়ে হলগেটে অবস্থান করছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যা ৬টা থেকে হলটির প্রধান গেটের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ভুক্তভোগীরা। হলে না ওঠানো পর্যন্ত তাঁদের এ কর্মসূচি চলবে বলে জানি
১ ঘণ্টা আগে