প্রতিবেশীর বিরুদ্ধে প্রতিবন্ধী যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ
‘আমার ছেলে প্রতিবন্ধী, তার কার্ডও আছে। তার নেশা বোতল টোকানো। মঙ্গলবার সন্ধ্যায় ফজুল হকের বাড়িতে গিয়ে নাকি বোতল টোকায়। এ কারণে ফজুল হকের স্ত্রী খোরশেদা বেগম, তার ছেলে জিলানী, রফিকুল ও মেয়ে রুজিনা মিলে আমার প্রতিবন্ধী ছেলেকে নারকেলগাছের সঙ্গে বেঁধে মারধর করেছে।’