Ajker Patrika

তিতাসে আগুনে পুড়ে গেছে ৩ ঘর, আহত ১

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১৪: ৪২
তিতাসে আগুনে পুড়ে গেছে ৩ ঘর, আহত ১

কুমিল্লার তিতাসে আগুনে ৩টি ঘর পুড়ে গেছে। এ সময় আহত হয়েছেন একজন। গতকাল রোববার গভীর রাতে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের খলিলাবাদ গ্রামের হারুন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় পাশের মো.  মনসুর আলী ও মো. গিয়াস উদ্দিনের ঘরও পুড়ে গেছে। এ ঘটনায় আহত মো. রিপন মিয়াকে (৪৫) গতকাল রাতেই ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

আগুনে পুড়ে যাওয়া ঘরের মালিক হারুন মিয়া বলেন, ‘রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ শব্দ পেয়ে ঘুম থেকে উঠি। এরপর দেখি বারান্দার রুমে আগুন। চিৎকার করলে লোকজন আসে। কিন্তু মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ৩০মণ চাল,৭ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ ৫০হাজার টাকা পুড়ে গেছে। 

খলিলাবাদ গ্রামের বাসিন্দা মাসুম বিল্লা বলেন, ‘রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ করে আগুন বলে চিৎকার শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি হারুন মিয়ার ঘরে আগুন জ্বলছে এবং মুহূর্তের মধ্যেই তা পাশের মনসুর আলী ও গিয়াস উদ্দিনের ঘরে ছড়িয়ে পড়ে।

কুমিল্লার তিতাস উপজেলার খলিলাবাদ গ্রামে আগুনে পুড়ে যাওয়া বসত ঘরপড়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দাউদকান্দি ফায়ার সার্ভিসের একটি দল এসে  আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় মো. রিপন মিয়া আহত হন।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, ‘ঘটনাস্থলে যেতে একটু দেরি হয়েছে। এরপরও ৪০ মিনিট চেষ্টার  আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত