সার কারখানার বর্জ্যযুক্ত পানি পানে ১৩ মহিষের মৃত্যুর অভিযোগ
দুপুরে বারশত ইউনিয়নের মাঝের চরে এলাকায় সিইউএফএলের সার কারখানার বিষাক্ত বর্জ্যের পানি পান করে স্থানীয় মো. ইলিয়াছ, মো. ইব্রাহীম ও নুর মোহাম্মদের ১৩টি মহিষের মারা যান। অভিযোগ উঠেছে, গতকাল শনিবার রাতে সিইউএফএল কারখানা কর্তৃপক্ষ কোনো ধরনের ঘোষণা ছাড়াই বিষাক্ত বর্জ্য খালে অবমুক্ত করে।