Ajker Patrika

নির্বাচনের আগের রাতে মারা গেলেন সদস্য পদপ্রার্থী

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১২: ০১
নির্বাচনের আগের রাতে মারা গেলেন সদস্য পদপ্রার্থী

ভোটের আগের রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের সদস্য পদপ্রার্থী আজিজুল হক বাবুল মারা গেছেন। মৃত বাবুল ইউনিয়নের পূর্ব বরৈয়া ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ছিলেন। গতকাল মঙ্গলবার রাত ১১টায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর নির্বাচনী প্রতীক ছিল তালা মার্কা। তাঁর মৃত্যুতে ভোটারদের মাঝে গভীর শোক নেমে আসে।

স্থানীয় বাসিন্দা ওবায়দুল হক মানিক বলেন, ‘মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত আমরা দুজন একসঙ্গে ভোটকেন্দ্রে কাজ করেছি। এরপর বাবুল ভাই বাড়ি যান। রাত ১১টায় হঠাৎ স্ট্রোক করলে তাঁকে আনোয়ারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

আনোয়ারা উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার খালেদ বলেন, ‘বটতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আজিজুল হক বাবুল নামে ইউপি সদস্য পদপ্রার্থীর মৃত্যুর খবর শুনেছি। ওই ওয়ার্ডে নির্বাচন যথা নিয়মে চলবে। মৃত ব্যক্তি নির্বাচিত হলে নির্বাচনী আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত