২৮ বছর ধরে বিদ্যালয়ের কক্ষ পুলিশ ফাঁড়ির দখলে
থানায় ধরে আনা হয় অপরাধী। সেখানে পুলিশ সদস্যরা থাকেন, নানা ধরনের মানুষের যাতায়াত থাকে। তবে এই চিত্র দেখা গেল চট্টগ্রামের আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কন্যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। কারণ সেখানে পুলিশ ফাঁড়ির কার্যক্রম চলছে, আবার একই সঙ্গে বিদ্যালয়ের কার্যক্রমও চলছে।