Ajker Patrika

উচ্ছেদের মাস পার না হতেই অবৈধ দখল

আনোয়ারা প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১১: ৩৩
উচ্ছেদের মাস পার না হতেই অবৈধ দখল

উচ্ছেদের তিন সপ্তাহের মধ্যেই দখল হয়ে গেছে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়ক। গত ৩ অক্টোবর ওই সড়কের দুপাশে অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল চট্টগ্রাম-দোহাজারী সড়ক বিভাগ। তবে এরই মধ্যে চাতরি চৌমুহনী, কালাবিবি দিঘির মোড়, বরুমচড়া রাস্তার মাথা, সরকার হাটসহ বিভিন্ন স্থানে দোকান নির্মিত হয়েছে।

কর্ণফুলী টানেলের সঙ্গে যোগাযোগের জন্য পিএবি সড়কে ২৫০ কোটি টাকার উন্নয়নকাজ চলছে। এই কাজ নির্বিঘ্ন করতে গত ৩ অক্টোবর উচ্ছেদ অভিযান চালায় চট্টগ্রাম-দোহাজারী সড়ক বিভাগ।

এর তিন সপ্তাহ যেতে না যেতেই স্থানীয় কিছু ব্যক্তি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। এ বিষয়ে দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন, সড়কের দুই পাশের সব অবৈধ স্থাপনা ৩ অক্টোবর অপসারণ করা হয়। উচ্ছেদ হওয়া স্থাপনা যদি পুনরায় করা হয় তবে উচ্ছেদ অভিযান চালানো হবে। সেই সঙ্গে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আনোয়ারার ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, উচ্ছেদ হওয়া স্থাপনার জায়গা পুনরায় দখল হয়েছে। তাঁদের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত