চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা থেকে নিচে পড়ে এক মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর নাম আল শাহরিয়ার আনাস (২২)। তিনি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী। মিরসরাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ মিরসরাই থানায় নিয়ে আসে পুলিশ


চট্টগ্রামের মিরসরাই এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি তক্ষক উদ্ধার করা হয়েছে। আজ বুধবার এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে একটি গাড়িতে রামদা, লম্বা ছুরি নিয়ে হামলা চালায় চার-পাঁচজন দুর্বৃত্ত। গতকাল মঙ্গলবার মধ্যরাতে মহাসড়কের ছোট দারোগার হাট হাইওয়ে থানার সামনে এ ঘটে। এ সময় গাড়িতে ভাঙচুর চালিয়ে ভেতরে ঢুকতে না পেরে জানালা দিয়ে যাত্রীদের মোবাইল ফোন কেড়ে নেয়।

মিরসরাইয়ে পাহাড় কেটে ইটভাটায় মাটি সরবরাহের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে ওই ইটভাটাটির মালিককে। গতকাল বুধবার রাতে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।