কচুয়ায় কৃষি উন্নয়ন সেবা কেন্দ্র বেহাল
বর্তমানে উপজেলার সেবা কেন্দ্রগুলোর সবকয়টি ভবন সম্পূর্ণ ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। পরিত্যক্ত এসব ভবনে বাধা হচ্ছে গরু ও ছাগলসহ অন্যান্য গৃহপালিত প্রাণী। এসব জায়গায় সংরক্ষণ করা হচ্ছে পাতা, খড়-কুটা, টুকরা কাঠ ও বস্তা ভরা চালের কুড়াসহ অন্যান্য জ্বালানি সামগ্রী।