বিজয়নগরে অপ্রাপ্তবয়স্ক চালকদের হাতে চলছে তিন চাকার গাড়ি
বিজয়নগরে অপ্রাপ্ত বয়স্ক চালকদের হাতে চলছে তিন চাকার গাড়ি। তাদের নেই কোনো লাইসেন্স, নেই গাড়ি চালানোর পর্যাপ্ত প্রশিক্ষণ। অল্প বয়সেই তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে গাড়ি ও যাত্রীদের জানমালের দায়িত্ব। এ যেন কানার হাতে কুড়াল তুলে দেওয়ার নামান্তর।