ব্রাহ্মণবাড়িয়া আদালতে অচলাবস্থা দীর্ঘ হচ্ছে, বাড়ছে মামলাজট
দ্বন্দ্বের শুরু একটি মামলার নথিভুক্তি নিয়ে। এক বিচারক ও আইনজীবীর বিবাদের পর জড়িয়ে পড়েন পুরো আইনজীবী সমিতি ও আদালতের কর্মচারীরা। শুরু হয় পাল্টাপাল্টি কর্মসূচি। কর্মচারীরা পালন করেন কর্মবিরতি, আর আইনজীবীরা আদালত বর্জন। তিন দিনের আদালত বর্জন কর্মসূচি বেড়ে হলো ছয় দিন। এতে অচলাবস্থা দীর্ঘ হচ্ছে ব্রাহ্মণব