অবহেলিত ডাকাতিয়ায় আলো
ভালুকা উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরের অবহেলিত একটি জনপদ ডাকাতিয়া। অনুন্নত জনপদ, তবুও অনেক ছেলে-মেয়ে কষ্টে লেখাপড়া শিখে নিজের শ্রম ও মেধা দিয়ে এখন আলোকিত। ওই এলাকার ১৮ জন এখন বিসিএস ক্যাডারের কর্মকর্তা। আগে পিছিয়ে থাকলেও এখন উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ায় ডাকাতিয়ার প্রশংসা সবার মুখে মুখে।