কলাপাড়ায় বিক্রি নিষিদ্ধ ৫০ মণ শাপলাপাতা মাছসহ ট্রলার জব্দ
পটুয়াখালীর কলাপাড়ায় বিক্রি নিষিদ্ধ ৫০ মণ শাপলাপাতা মাছ, সাড়ে ৭ মণ পিতম্বরী ও ১ মণ হাঙরসহ একটি ট্রলার জব্দ করেছে নিজামপুর কোস্টগার্ড। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মহিপুরের খাপড়াভাঙ্গা নদীসংলগ্ন একটি বরফকলের সামনে থেকে ট্রলারটি জব্দ করা হয়।