পটুয়াখালীর কলাপাড়ায় নিজ বাড়িতে অগ্নিকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও ঘর পুনর্নির্মাণের দাবিতে সরকারকে সাত দিনের আলটিমেটাম দেন কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। অন্যথায় রাজপথে নামার ঘোষণা দেন। অবশেষে ওই সিদ্ধান্ত থেকে পিছু হটলেন তিনি।


জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও জুলাই আন্দোলনের সমন্বয়কারী নুরুজ্জামান কাফির বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে কাফি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কলাপাড়ায় থানায় এ মামলা দায়ের করেন।

নুরুজ্জামান কাফির বাবা মাওলানা মো. এ বি এম হাবিবুর রহমান বলেন, ‘আমাদের ঘরটিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের পুড়ে মারার জন্যই এমন ঘটনা ঘটিয়েছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই। যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি। কিছু নাই। সব শেষ হয়ে গেছে।’

নিহত প্রিয়ামনি কলাপাড়া পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ড বাদুরতলী এলাকার পলাশ হাওলাদারের মেয়ে। সে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে আসন্ন ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।