সাগরে গণডাকাতি, পাথরঘাটার অর্ধশত জেলে গুলিবিদ্ধ
গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘সশস্ত্র ডাকাতেরা মালামাল লুট করে ট্রলারের ইঞ্জিন বিকল করে দিয়েছে। এ ছাড়া ওয়্যারলেস নিয়ে গেছে। ডাকাতির শিকার জেলেরা ভ্যাসেল জাহাজের মাধ্যমে উপকূলে সংবাদ পাঠিয়েছে। তবে ডাকাতির শিকার ট্রলারগুলো এখন কোন অবস্থায়, কোথায় আছে—তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনা শোনার পর...