Ajker Patrika

৫ শিক্ষকের ওপর হামলা, শ্রমিক দলের নেতা বহিষ্কার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 
বাকি বিল্লাহ ফরাজী। ছবি: সংগৃহীত
বাকি বিল্লাহ ফরাজী। ছবি: সংগৃহীত

‎বরগুনার পাথরঘাটায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পাথরঘাটা উপজেলা শ্রমিক দলের সদস্যসচিব মো. বাকি বিল্লাহ ফরাজীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বরগুনা জেলা শ্রমিক দল। আজ রোববার বরগুনা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের দপ্তর সম্পাদক মো. হেলাল উদ্দিনের স্বাক্ষরিত বহিষ্কার আদেশ প্রকাশ করা হয়।

বহিষ্কার আদেশে বলা হয়, পাথরঘাটা উপজেলা শ্রমিক দলের সদস্যসচিব বাকি বিল্লাহ ফরাজীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ, নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বরগুনা জেলা শ্রমিক দলের জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় জেলা শ্রমিক দলের সভাপতি মো. নাসির উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রুহুল আমিনের নির্দেশে বাকি বিল্লাহ ফরাজীকে পাথরঘাটা উপজেলা শ্রমিক দলের দলীয় ও সাংগঠনিক সব সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া পরবর্তী নির্দেশনা না হওয়া পর্যন্ত সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে বহিষ্কার আদেশ উল্লেখ করা হয়।

‎এর আগে গত ২ মে সকালে পাথরঘাটা উপজেলা পরিষদের সামনে পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটে। বাকি বিল্লাহ ফরাজী ও তাঁর ভাই সফিউল্লাহ ফরাজী এ হামলা করেন বলে জানা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে ঘটনার পরপরই সংবাদ সম্মেলন করে মানববন্ধন, বিদ্যালয়ে কর্মবিরতিসহ নানা কর্মসূচির ঘোষণা দেন উপজেলা শিক্ষক সমিতির নেতারা। এর অংশ হিসেবে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে গত ৯ মে মানববন্ধন করে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান জানান, শিক্ষকদের ওপর হামলার ঘটনায় পাথরঘাটা থানার মামলা হয়েছে। মামলার ভিত্তিতে নাসারুল্লাহ নামের এক আসামিকে আটক করা হয়েছে। এ ছাড়া শ্রমিক দলের সদস্যসচিব বাকি বিল্লাহ ফরাজী ও সফিউল্লাহ ফরাজী পালাতক রয়েছেন। তাঁদের আটকের জন্য চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

পাকিস্তানে হামলায় ভারত কি ‘ব্রহ্মস’ ছুড়েছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত