মুলাদীতে রাতে আঁধারে বালু উত্তোলন করা হচ্ছে, বৃদ্ধি পেয়েছে নদীভাঙন
মুলাদীতে এখন রাতে আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করছেন ড্রেজার ব্যবসায়ীরা। এতে প্রতিনিয়ত ছোটবড় দুর্ঘটনা ঘটছে। এরই মধ্যে গত ২২ আগস্ট রাতে বালু পরিবহন করতে গিয়ে রাসেল নামের এক ট্রলার চালকের মৃত্যু হয়। শুধু তাই নয়, প্রায়ই বালুবাহী ট্রলার সেতু, গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হচ্ছে।