Ajker Patrika

মুলাদীতে সড়ক পরিণত হয়েছে খালে, ভোগান্তিতে স্থানীয়রা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
মুলাদীতে সড়ক পরিণত হয়েছে খালে, ভোগান্তিতে স্থানীয়রা

মুলাদীতে দুই বছরেও শেষ হয়নি বাদশা কান্দি সড়কের পিচ ঢালাইয়ের কাজ। এতে চরম ভোগান্তিতে আছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার চরকালেখান ইউনিয়নের পূর্ব চরকালেখান গ্রামের বাদশাকান্দি এলাকায় সড়কটি খুঁড়ে রাখায় এরই মধ্যে খালে পরিণত হয়েছে। সড়কের পাশ দিয়ে অথবা হাঁটু পানি ভেঙে স্থানীয়দের যাতায়াত করতে হচ্ছে।

জানা গেছে, ২০১৯ সালের সেপ্টেম্বরে উপজেলার চরকালেখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম আকনের বাড়ির সামনে থেকে আবুল সরদারের বাড়ি পর্যন্ত সড়কের পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কটির সংস্কারে ৬ মাসের সময় বেঁধে দেয়। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান দুই বছরেও কাজ শেষ করেনি। 

চরকালেখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন খোকন আকন জানান, এই সড়কটি দিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাসহ অনেক মানুষ যাওয়া আসা করে। সড়কটিতে আগে ইট বসানো ছিল। ইটগুলো ভেঙে যাওয়ায় এলজিইডি সড়কটি সংস্কার করা সিদ্ধান্ত নেয়। সড়কটি থেকে ইট তুলে বালু দিয়ে ভরাট করা করার কথা থাকলেও ঠিকাদার তা করেননি। ফলে রাস্তাটি খালে পরিণত হয়েছ। এতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুর রব আকন বলেন, সংস্কার কাজ শুরু করে ঠিকাদার চলে গেছেন। সড়কটিতে অন্তত বালু ভরাট করলেও ভোগান্তি কিছুটা কমতো। বর্তমানে সবাইকে পানির মধ্যে দিয়ে চলাচল করতে হয়। অতিবর্ষায় ঘর থেকে বের হওয়া যায় না।

এ ব্যাপারে ঠিকাদার তামিম আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে মুঠোফোনে পাওয়া যায়নি।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জিয়াউর রহমান বলেন, ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার জন্য বলা হয়েছে। তিনি ব্যর্থ হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত