গরমকালের ‘প্রাণের সখা’ তালের হাতপাখা
‘হায়রে আমার তালের পাখা শীতকালে তো হয় না দেখা, গরমকালে প্রাণের সখা’—গ্রাম বাংলার একটি প্রবাদ এটি। তীব্র গরম, সেই সঙ্গে লোডশেডিংয়ের সময় গ্রামে গ্রামে তালের পাখা সখা হয়ে শীতল করে শরীর। চৈত্রে প্রচণ্ড গরমে তালের পাখা তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন গৌরনদীর কারিগরেরা।