Ajker Patrika

জামাইয়ের কিলঘুষিতে শ্বশুর নিহত, থানায় মামলা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
জামাইয়ের কিলঘুষিতে শ্বশুর নিহত, থানায় মামলা

বরিশালের গৌরনদীতে জামাই মাসুম বয়াতির (৩০) কিলঘুষিতে শ্বশুর হারুন মৃধা (৬০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে নিহতের মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার বিকেলে উপজেলার হোসনাবাদ খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

নিহত হারুন মৃধা মুলাদী উপজেলার সাহেবেরচর গ্রামের বিষাই মৃধার ছেলে। এ ঘটনায় গতকাল রাতে নিহতের ছেলে মিরাজ মৃধা বাদী হয়ে মাসুম বয়াতিকে প্রধান আসামিসহ অজ্ঞাত আরও ৩-৪ জনের নামে গৌরনদী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। 

জানা যায়, গত ৪ বছর আগে মুলাদী উপজেলার সাহেবেরচর গ্রামের সেকেন বয়াতির ছেলে মাসুম বয়াতির সঙ্গে নিহত হারুন মৃধার মেয়ে শান্তোপা খানমের (১৮) বিয়ে হয়। সম্প্রতি দাম্পত্য কলহের কারণে শান্তোপা তাঁর স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়িতে চলে যান। গতকাল বিকেলে স্বামী মাসুম বয়াতি তাঁর তালাকপ্রাপ্ত স্ত্রীকে আনতে শ্বশুর বাড়িতে যান। এ সময় শ্বশুর হারুন তাঁর মেয়েকে দিতে রাজি হননি। 

এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার হোসনাবাদ খেয়াঘাটে জামাইয়ের সঙ্গে শ্বশুরের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে জামাই শ্বশুরকে কিলঘুষি মারলে তাঁদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। ঘটনার আধা ঘণ্টা পর নিহত হারুন অসুস্থ হয়ে মারা যান। খবর পেয়ে শরিকল পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক ফোরকাল আহম্মেদ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। আজ সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, হত্যার ঘটনায় নিহতের ছেলে মিরাজ মৃধা বাদী হয়ে মাসুম বয়াতিকে প্রধান আসামিসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের নামে মামলা দায়ের করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত