এএফপি, বেইজিং
যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া এবং ১৮৪টি দেশ ও অঞ্চলের ওপর শুল্ক আরোপের ঘোষণার মধ্য দিয়ে বাণিজ্যিক মন্দা দেখা দিয়েছে। শুল্ক হিসাব করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ চীন। তবে রপ্তানির তথ্য বলছে, ট্রাম্পের এমন শুল্কের পরও চীনের অর্থনীতি নতুন বার্তা দিচ্ছে। গতকাল শুক্রবার দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, এপ্রিলে তাদের রপ্তানি বেড়েছে।
চীনের পক্ষ থেকে এমন সময়ে এই ঘোষণা দেওয়া হয়েছে, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনার প্রস্তুতি চলছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া শুল্কনীতি মোকাবিলার প্রস্তুতিও চলছে সমানতালে। যদিও গতকাল ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি চীনের ওপর আরোপ করা শুল্ক কমাবেন। গতকালের এই ঘোষণার আগপর্যন্ত চীনের পণ্যের ওপর মার্কিন শুল্কের পরিমাণ ছিল ২৪৫ শতাংশ। আর পাল্টা চীন দেশটির পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল।
তবে গতকাল চীন জানিয়েছে, এপ্রিলে তাদের রপ্তানি ৮ দশমিক ১ শতাংশ বেড়েছে। এদিকে আন্তর্জাতিক তথ্য বিশ্লেষণী সংস্থা ব্লুমবার্গের পক্ষ থেকে বলা হয়েছে, এই সময়ে চীনের রপ্তানি বেড়েছে ২ শতাংশ।
যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে
চীনের সার্বিক রপ্তানি বাড়লেও কমেছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে চীনের রপ্তানি কমেছে ১৭ দশমিক ৬ শতাংশ। গতকাল শুক্রবার এই তথ্য পাওয়া গেছে চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের পক্ষ থেকে। প্রতিষ্ঠানটি গতকাল জানিয়েছে, এপ্রিলে যুক্তরাষ্ট্রের বাজারে চীনের পণ্য ঢুকেছে ৩ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের। এর আগের মাস অর্থাৎ মার্চে এই রপ্তানির পরিমাণ ছিল ৪ হাজার কোটি ডলার।
যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া এবং ১৮৪টি দেশ ও অঞ্চলের ওপর শুল্ক আরোপের ঘোষণার মধ্য দিয়ে বাণিজ্যিক মন্দা দেখা দিয়েছে। শুল্ক হিসাব করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ চীন। তবে রপ্তানির তথ্য বলছে, ট্রাম্পের এমন শুল্কের পরও চীনের অর্থনীতি নতুন বার্তা দিচ্ছে। গতকাল শুক্রবার দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, এপ্রিলে তাদের রপ্তানি বেড়েছে।
চীনের পক্ষ থেকে এমন সময়ে এই ঘোষণা দেওয়া হয়েছে, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনার প্রস্তুতি চলছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া শুল্কনীতি মোকাবিলার প্রস্তুতিও চলছে সমানতালে। যদিও গতকাল ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি চীনের ওপর আরোপ করা শুল্ক কমাবেন। গতকালের এই ঘোষণার আগপর্যন্ত চীনের পণ্যের ওপর মার্কিন শুল্কের পরিমাণ ছিল ২৪৫ শতাংশ। আর পাল্টা চীন দেশটির পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল।
তবে গতকাল চীন জানিয়েছে, এপ্রিলে তাদের রপ্তানি ৮ দশমিক ১ শতাংশ বেড়েছে। এদিকে আন্তর্জাতিক তথ্য বিশ্লেষণী সংস্থা ব্লুমবার্গের পক্ষ থেকে বলা হয়েছে, এই সময়ে চীনের রপ্তানি বেড়েছে ২ শতাংশ।
যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে
চীনের সার্বিক রপ্তানি বাড়লেও কমেছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে চীনের রপ্তানি কমেছে ১৭ দশমিক ৬ শতাংশ। গতকাল শুক্রবার এই তথ্য পাওয়া গেছে চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের পক্ষ থেকে। প্রতিষ্ঠানটি গতকাল জানিয়েছে, এপ্রিলে যুক্তরাষ্ট্রের বাজারে চীনের পণ্য ঢুকেছে ৩ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের। এর আগের মাস অর্থাৎ মার্চে এই রপ্তানির পরিমাণ ছিল ৪ হাজার কোটি ডলার।
পরিবেশবান্ধব উৎপাদন কার্যক্রম ও টেকসই শিল্প ব্যবস্থাপনার জন্য দেওয়া হয় ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’। গাজীপুরের শ্রীপুরের এক্স সিরামিকস লিমিটেডের কারখানা কর্তৃপক্ষ পেয়েছে এ সম্মাননা। তবে শ্রীপুরে লবলঙ্গ নদ দখল ও দূষণের প্রথম সারিতে রয়েছে এই কারখানা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন পরিবেশবাদী বিভিন্ন সংগঠনে
৮ ঘণ্টা আগেবিশ্বব্যাপী অর্থনীতি যখন মহামারি পরবর্তী পুনরুদ্ধারে ব্যস্ত, তখন এক শ্রেণির দেশ আরও গভীর সংকটে নিমজ্জিত হচ্ছে। সংঘাত ও অস্থিতিশীলতায় আক্রান্ত ৩৯টি দেশের ওপর একটি বিস্তৃত মূল্যায়নে বিশ্বব্যাংক জানিয়েছে, এসব দেশের অর্থনীতিতে চরম দারিদ্র্য দ্রুত বাড়ছে, তীব্র খাদ্য সংকট দেখা দিচ্ছে, এবং বেশ কয়েকটি গুরুত
১০ ঘণ্টা আগেপ্যারিসে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এর মাধ্যমে পারমাণবিক জ্বালানি খাতে বিশ্বব্যাংকের অর্থায়ন কার্যক্রমে ফিরে আসার পথ তৈরি হলো।
২০ ঘণ্টা আগেশুল্ক আরোপ নিয়ে চলমান বাণিজ্য যুদ্ধের অবসানের অংশ হিসেবে একটি চুক্তিতে উপনীত হয়েছে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীন। আরও দ্রুত বিরল খনিজের চালান যুক্তরাষ্ট্রে পৌঁছানো নিয়ে চীনের সঙ্গে একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।
১ দিন আগে