ভারতের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ঋণ পরিশোধের জন্য নতুন করে আরও ৩০০ কোটি ডলার ঋণ তালাশ করছে। এ লক্ষ্যে শিল্পগোষ্ঠীটি আগে যেসব ব্যাংকের থেকে ঋণ নিয়েছিল, তাদের সঙ্গেই থেকে আগে ঋণ নিয়েছে ব্যাংকগুলোর সঙ্গে আগামী বছরের মধ্যে পরিশোধযোগ্য ঋণ পুনঃ নবায়ন করতে আলোচনা করছে।
বার্তা সংস্থা রয়টার্স মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র জানিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ৩০০ কোটি ডলারের মতো ঋণের জন্য আলোচনা করছে। এ বিষয়ে জানতে চাইলে রিলায়েন্স কোনো মন্তব্য করেনি।
প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটি প্রায় ছয়টি ব্যাংক ঋণের জন্য আলোচনা করছে। সব ঠিকঠাক থাকলে ২০২৫ সালের প্রথম প্রান্তিকেই ছাড় হতে পারে। তবে ঋণের শর্তাবলি এখনো চূড়ান্ত হয়নি এবং সেগুলোর পরিবর্তন হতে পারে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক ধনকুবের মুকেশ আম্বানি গত আগস্টে শেয়ারহোল্ডারদের বলেছিলেন, এই কনগ্লোমারেট চলতি দশকের শেষে তার আকার দ্বিগুণের বেশি বাড়াবে এবং সে সময় তিনি ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর জন্য পদক্ষেপ গ্রহণের কথা জানান।
উল্লেখ্য, ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রিলায়েন্সের বকেয়া ঋণ ছিল ৩ লাখ ৩৬ হাজার কোটি রুপি বা ৩৯ দশমিক ৬০ বিলিয়ন ডলার।
এদিকে, রিলায়েন্সের ঋণ বাড়লেও মুকেশ আম্বানির ব্যক্তিগত সম্পদ বেড়েছে। কিছুদিন আগে প্রকাশিত ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের শীর্ষ ২০—এ জায়গা করে নেন রিলায়েন্স গ্রুপের প্রতিষ্ঠাতা মুকেশ আম্বানি। ৯৫ দশমিক ৭ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে তিনি আছেন তালিকার ১৭ নম্বরে।
ভারতের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ঋণ পরিশোধের জন্য নতুন করে আরও ৩০০ কোটি ডলার ঋণ তালাশ করছে। এ লক্ষ্যে শিল্পগোষ্ঠীটি আগে যেসব ব্যাংকের থেকে ঋণ নিয়েছিল, তাদের সঙ্গেই থেকে আগে ঋণ নিয়েছে ব্যাংকগুলোর সঙ্গে আগামী বছরের মধ্যে পরিশোধযোগ্য ঋণ পুনঃ নবায়ন করতে আলোচনা করছে।
বার্তা সংস্থা রয়টার্স মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র জানিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ৩০০ কোটি ডলারের মতো ঋণের জন্য আলোচনা করছে। এ বিষয়ে জানতে চাইলে রিলায়েন্স কোনো মন্তব্য করেনি।
প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটি প্রায় ছয়টি ব্যাংক ঋণের জন্য আলোচনা করছে। সব ঠিকঠাক থাকলে ২০২৫ সালের প্রথম প্রান্তিকেই ছাড় হতে পারে। তবে ঋণের শর্তাবলি এখনো চূড়ান্ত হয়নি এবং সেগুলোর পরিবর্তন হতে পারে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক ধনকুবের মুকেশ আম্বানি গত আগস্টে শেয়ারহোল্ডারদের বলেছিলেন, এই কনগ্লোমারেট চলতি দশকের শেষে তার আকার দ্বিগুণের বেশি বাড়াবে এবং সে সময় তিনি ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর জন্য পদক্ষেপ গ্রহণের কথা জানান।
উল্লেখ্য, ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রিলায়েন্সের বকেয়া ঋণ ছিল ৩ লাখ ৩৬ হাজার কোটি রুপি বা ৩৯ দশমিক ৬০ বিলিয়ন ডলার।
এদিকে, রিলায়েন্সের ঋণ বাড়লেও মুকেশ আম্বানির ব্যক্তিগত সম্পদ বেড়েছে। কিছুদিন আগে প্রকাশিত ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের শীর্ষ ২০—এ জায়গা করে নেন রিলায়েন্স গ্রুপের প্রতিষ্ঠাতা মুকেশ আম্বানি। ৯৫ দশমিক ৭ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে তিনি আছেন তালিকার ১৭ নম্বরে।
দেশের অন্যতম প্রধান শিল্পগোষ্ঠী ইফাদ গ্রুপ ১৯৮৫ সালে যাত্রা শুরু করে। অটোমোবাইল, লুব্রিকেন্ট, ইন্ডাস্ট্রিয়াল কম্প্রেসর, প্যাকেটজাত খাদ্য পণ্য, টয়লেট্রিজ, মিডিয়া ও তথ্যপ্রযুক্তি খাতে সফলভাবে ব্যবসা পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটি ৪০ বছর পাড়ি দিয়েছে।
৪ ঘণ্টা আগেবছরের পর বছর বিমা কোম্পানির দরজায় ঘুরেও টাকার দেখা পাচ্ছেন না গ্রাহকেরা। একসময় ভবিষ্যতের ভরসা ছিল এই খাত, এখন সেটিই পরিণত হয়েছে আস্থাহীনতার প্রতীকে। দেশের বিমা কোম্পানিগুলোর কাছে গ্রাহকদের আটকে আছে ৭ হাজার কোটি টাকা, অথচ বেশির ভাগ প্রতিষ্ঠানই নির্ধারিত সময়ের মধ্যে দাবি পরিশোধ করছে না।
৭ ঘণ্টা আগেসভায় স্বাগত বক্তব্যে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী বলেন, অর্থনীতির দ্রুতবর্ধনশীল ও সম্ভাবনাময় হালাল খাতের বৈশ্বিক বাজার আগামী ২০৩৪ সালের মধ্যে ৯ দশমিক ৪৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। অথচ বাংলাদেশ মাত্র ৮৫০ মিলিয়ন ডলারের হালাল পণ্য রপ্তানি করে, যার বেশির ভাগ কৃষিভিত্তিক। হালাল
১ দিন আগেরপ্তানি করে না—এমন প্রতিষ্ঠান পাঁচটি শর্ত পূরণের মাধ্যমে প্রকৃত রপ্তানিকারকের কাছে পণ্য বা সেবা সরবরাহ করলে তা ‘প্রচ্ছন্ন রপ্তানি’ হিসেবে গণ্য হবে। সে ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট প্রযোজ্য হবে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
১ দিন আগে