নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) সার্বিক কার্যক্রম খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বুধবার ডিএসই ও সিএসইর জন্য দুটি পৃথক কমিটি গঠন করে ২০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আদেশের চিঠি কমিটির সদস্যরা ছাড়াও উভয় স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর পাঠানো হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসির কর্মকর্তারা বলছেন, কোনো অনিয়মের ভিত্তিতে স্টক এক্সচেঞ্জের কার্যক্রম নিরীক্ষার জন্য কমিটি করা হয়েছে, তেমন নয়। সাধারণ কার্যক্রমের অংশ হিসেবেই এটি করা হয়েছে।
ডিএসইর কার্যক্রম নিরীক্ষা তদন্ত কমিটির প্রধান বিএসইসির পরিচালক মো. আবুল কালাম। কমিটির অন্য সদস্যরা হলেন—অতিরিক্ত পরিচালক মোল্লা মো. মিরাজ উস সুন্নাহ, উপপরিচালক মো. বনি ইয়ামিন খান এবং সহকারী পরিচালক মুহাম্মদ সাদেকুর রহমান ভূঁইয়া।
কমিটির প্রধান আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, কোনো অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি নয়। এটি নিয়মিত (রুটিন) তদন্তের মতো। স্টক এক্সচেঞ্জের কার্যাবলি যথানিয়মে চলছে কিনা, সেটি দেখা। সব ঠিক থাকলে ঠিক, না থাকলে সেটি জানানো। আর কিছু নয়।
তবে এই ধরনের কার্যক্রম প্রতিবছর হয় না জানিয়ে আবুল কালাম বলেন, এটি হওয়ার কথা প্রতি বছর বা কমিশন যখন মনে করবে। অনেক বছর পরে এটি হতে যাচ্ছে।
এদিকে বিএসইসির পরিচালক ফখরুল ইসলাম মজুমদারকে প্রধান করে সিএসইর কার্যক্রম নিরীক্ষার জন্য কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—অতিরিক্ত পরিচালক মো. সিদ্দিকুর রহমান, উপপরিচালক মো. রফিকুন্নবী এবং সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন।
বিএসইসির নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইন ১৯৯৩ এর ধারা ৮২ (২) (ঝ)–এর সঙ্গে বিধিমালা ২০২০ এর বিধি ১৭ অনুযায়ী একটি ‘পরিদর্শন কমিটি’ (ইনস্পেকশন কমিটি) গঠন করা হয়েছে। কমিটির নিরীক্ষা কার্যক্রমকে স্টক এক্সচেঞ্জ সহায়তা করবে এবং সহজতর করবে, যাতে কমিটির চাওয়া সব তথ্য এবং কার্যক্রমের অনুমিত নিরাপত্তা প্রোটোকলসহ বিলম্ব ছাড়াই মঞ্জুর করা হয়।
দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) সার্বিক কার্যক্রম খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বুধবার ডিএসই ও সিএসইর জন্য দুটি পৃথক কমিটি গঠন করে ২০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আদেশের চিঠি কমিটির সদস্যরা ছাড়াও উভয় স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর পাঠানো হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসির কর্মকর্তারা বলছেন, কোনো অনিয়মের ভিত্তিতে স্টক এক্সচেঞ্জের কার্যক্রম নিরীক্ষার জন্য কমিটি করা হয়েছে, তেমন নয়। সাধারণ কার্যক্রমের অংশ হিসেবেই এটি করা হয়েছে।
ডিএসইর কার্যক্রম নিরীক্ষা তদন্ত কমিটির প্রধান বিএসইসির পরিচালক মো. আবুল কালাম। কমিটির অন্য সদস্যরা হলেন—অতিরিক্ত পরিচালক মোল্লা মো. মিরাজ উস সুন্নাহ, উপপরিচালক মো. বনি ইয়ামিন খান এবং সহকারী পরিচালক মুহাম্মদ সাদেকুর রহমান ভূঁইয়া।
কমিটির প্রধান আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, কোনো অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি নয়। এটি নিয়মিত (রুটিন) তদন্তের মতো। স্টক এক্সচেঞ্জের কার্যাবলি যথানিয়মে চলছে কিনা, সেটি দেখা। সব ঠিক থাকলে ঠিক, না থাকলে সেটি জানানো। আর কিছু নয়।
তবে এই ধরনের কার্যক্রম প্রতিবছর হয় না জানিয়ে আবুল কালাম বলেন, এটি হওয়ার কথা প্রতি বছর বা কমিশন যখন মনে করবে। অনেক বছর পরে এটি হতে যাচ্ছে।
এদিকে বিএসইসির পরিচালক ফখরুল ইসলাম মজুমদারকে প্রধান করে সিএসইর কার্যক্রম নিরীক্ষার জন্য কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—অতিরিক্ত পরিচালক মো. সিদ্দিকুর রহমান, উপপরিচালক মো. রফিকুন্নবী এবং সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন।
বিএসইসির নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইন ১৯৯৩ এর ধারা ৮২ (২) (ঝ)–এর সঙ্গে বিধিমালা ২০২০ এর বিধি ১৭ অনুযায়ী একটি ‘পরিদর্শন কমিটি’ (ইনস্পেকশন কমিটি) গঠন করা হয়েছে। কমিটির নিরীক্ষা কার্যক্রমকে স্টক এক্সচেঞ্জ সহায়তা করবে এবং সহজতর করবে, যাতে কমিটির চাওয়া সব তথ্য এবং কার্যক্রমের অনুমিত নিরাপত্তা প্রোটোকলসহ বিলম্ব ছাড়াই মঞ্জুর করা হয়।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি গ্রহণের জন্য অপেক্ষা না করে নিজেদের মতো বাজেট তৈরি করার প্রস্তুতি নিচ্ছে সরকার। এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক...
২ ঘণ্টা আগেদেশের ভোজ্যতেলের বাজারে এখনো মানের ঘাটতি রয়েছে। ভিটামিন ‘এ’ ও ‘ডি’ সমৃদ্ধ তেল সরবরাহ বাধ্যতামূলক হলেও বাস্তবে তা অনেকটা উপেক্ষিত। সরকারি আইন অনুযায়ী তেলে ভিটামিন এ মেশানো আবশ্যক হলেও বাজারের বিশাল একটি অংশে তা অনুপস্থিত কিংবা থাকলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
২ ঘণ্টা আগেঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত অংশীদার চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিদলের সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে কমিশন সভাকক্ষে এই বৈঠক...
২ ঘণ্টা আগেজনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
১০ ঘণ্টা আগে