Ajker Patrika

পিৎজার নতুন স্বাদে কেএফসি চিজ্জা, ‘অল চিকেন নো ক্রাস্ট’

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ২২: ৪২
পিৎজার নতুন স্বাদে কেএফসি চিজ্জা, ‘অল চিকেন নো ক্রাস্ট’

বিশ্বখ্যাত ফাস্ট ফুড চেইন কেএফসি আবারও নিয়ে এল চিজ্জা। যা মুরগির মাংস পছন্দকারীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। এর ক্রাস্ট সম্পূর্ণভাবে চিকেনের তৈরি, আর এজন্যই এটি: ‘অল চিকেন, নো ক্রাস্ট’।

কেএফসি চিজ্জার ক্রাস্ট সম্পূর্ণভাবে কেএফসির হট অ্যান্ড ক্রিস্পি জিঙ্গার ফিলে দিয়ে তৈরি। এর সঙ্গে ব্যবহার করা হয়েছে স্পেশাল সস ও স্পাইসি মিক্স। এ ছাড়া আছে মোজারেলা চিজ ও ফ্রেশ পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটোর টপিং। মাত্র ৩৯৯ টাকায় চিজ্জার প্রতি কামড়েই সবাই উপভোগ করবে এক অনন্য স্বাদের।

আকর্ষণীয় এই চিজ্জা পাওয়া যাবে কেএফসির সব চ্যানেলে-ডাইন-ইন, টেকএওয়ে, kfcbd. com, কেএফসি অ্যাপ ও কল ফর ডেলিভারিতে। অফারটি থাকছে সীমিত সময়ের জন্য সব কেএফসি আউটলেটে।

ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত দেব থাপা এই উদ্ভাবনের বিষয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘কেএফসিতে, নতুন কিছু সবাইকে উপহার দেওয়া আমাদের মূল লক্ষ্য। চিজ্জা নিয়ে আসায় আমরা ফুড ইন্ডাস্ট্রি সামনের দিকে এগিয়ে নিচ্ছি। আমাদের গ্রাহকদের অনন্য কিছু উপহার দেওয়ার জন্যই চিজ্জার সৃষ্টি। এটি তৈরি করাই হয়েছে এক নতুন স্বাদের অভিজ্ঞতা দেওয়ার জন্য। গ্রাহকদের সুস্বাদু ও মুখরোচক খাবার পরিবেশনের মাধ্যমে আমরা আমাদের একাগ্রতা সর্বদা বজায় রাখার চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত