বিজ্ঞপ্তি
ব্র্যাক ব্যাংক প্রথমবারের মতো ভিসা প্লাটিনাম ভার্চুয়াল ডেবিট কার্ড প্রযুক্তিসক্ষম ভার্চুয়াল অ্যাকাউন্ট চালু করেছে। এটি প্রচলিত প্লাস্টিক কার্ডের পরিবর্তে একটি নিরাপদ ও পরিবেশবান্ধব সল্যুশন হিসেবে কাজ করবে।
এই নতুন ভার্চুয়াল কার্ডে নেই চুরি কিংবা হারানোর ঝুঁকি। গ্রাহকরা অনলাইন প্ল্যাটফর্মে বাংলা ও বিকাশ কিউআর-সহ মোবাইল অ্যাপের মাধ্যমেও লেনদেন করতে পারবেন। এছাড়াও, এই কার্ড দিয়ে ব্র্যাক ব্যাংকের যেকোনো এটিএম থেকে নগদ টাকা উত্তোলন করা যাবে।
বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি একটি সুবিধাজনক সল্যুশন। কারণ, প্রবাসীরা ই-কেওয়াইসি (e-KYC) প্রযুক্তি ব্যবহার করে বিদেশে বসেও ভার্চুয়াল অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে সকল প্রয়োজনীয় ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
গ্রাহকরা এই অ্যাকাউন্টের সাথে ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘আস্থা’ অ্যাপের মাধ্যমে সহজেই ভার্চুয়াল ডেবিট কার্ড ব্যবহার করে ব্যাংকটির আধুনিক ও ঝামেলাহীন ডিজিটাল ব্যাংকিং সেবা নিতে পারবেন।
যারা ফিজিক্যাল কার্ড বহন না করেই নিরাপদ ও স্মার্ট ব্যাংকিং সেবা উপভোগ করতে চান, তাঁদের কাছে এবং বিশেষ করে প্রযুক্তিপ্রেমী তরুণ প্রজন্মের কাছে এই কার্ডটি বেশ আকর্ষণীয় হয়ে উঠবে বলে বিশ্বাস করে ব্যাংকটি।
ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা এই কার্ড ব্যবহার করে মাল্টিকারেন্সি ট্রানজ্যাকশনও করতে পারবেন। এই কার্ড ব্যবহার করে তাঁরা প্রচলিত ব্যাংকিং নিয়ম মেনে আন্তর্জাতিক ই-কমার্স পেমেন্ট ও বাংলাদেশ থেকে বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন সার্ভিস উপভোগ করার সুযোগ পাবেন।
এছাড়াও, লেনদেনের ভিত্তিতে গ্রাহকরা এখানে রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাবেন, যা তাঁদের ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।
ব্র্যাক ব্যাংকের এই উল্লেখযোগ্য পদক্ষেপ এবং আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “আমাদের ভার্চুয়াল অ্যাকাউন্ট ও ভার্চুয়াল ডেবিট কার্ড গ্রাহকদের ব্যাংকিং সেবা আরও উন্নত করবে। এখানে প্রচলিত অ্যাকাউন্ট ও প্লাস্টিক কার্ডের সকল সুবিধা বিদ্যমান থাকার পাশাপাশি গ্রাহকদের কার্ডের অধিকতর নিরাপত্তা নিশ্চিত করবে। একটি গ্রাহককেন্দ্রিক ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় উদ্ভাবনী ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের জন্য নিরাপদ ও উপভোগ্য ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ”
উল্লেখ্য, নতুন গ্রাহকরা ই-কেওয়াইসি পোর্টালের মাধ্যমে ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্ট খুলে ভার্চুয়াল ডেবিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। যারা ইতিমধ্যে ব্র্যাক ব্যাংকের গ্রাহক আছেন, তাঁরা এই কার্ড পেতে হলে তাঁদের সেভিংস অ্যাকাউন্টকে ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্টে রূপান্তর করতে হবে, অথবা নতুন আরেকটি ভার্চুয়াল অ্যাকাউন্ট খুলতে হবে।
সফলভাবে অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে গ্রাহকরা ‘আস্থা’ অ্যাপে লগইন করলে সেখানে তাঁদের ভার্চুয়াল ডেবিট কার্ডটি দেখতে পাবেন। পরবর্তীতে অ্যাপের মাধ্যমে বা ব্র্যাক ব্যাংকের কল সেন্টারে (১৬২২১) যোগাযোগ করে কার্ডটি অ্যাক্টিভেট করতে হবে।
এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য গ্রাহকরা নিকটস্থ ব্র্যাক ব্যাংক শাখায় যোগাযোগ করতে পারেন বা ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, অথবা ২৪ / ৭ কল সেন্টারে ১৬২২১ নম্বরে ফোন করতে পারেন।
ব্র্যাক ব্যাংক প্রথমবারের মতো ভিসা প্লাটিনাম ভার্চুয়াল ডেবিট কার্ড প্রযুক্তিসক্ষম ভার্চুয়াল অ্যাকাউন্ট চালু করেছে। এটি প্রচলিত প্লাস্টিক কার্ডের পরিবর্তে একটি নিরাপদ ও পরিবেশবান্ধব সল্যুশন হিসেবে কাজ করবে।
এই নতুন ভার্চুয়াল কার্ডে নেই চুরি কিংবা হারানোর ঝুঁকি। গ্রাহকরা অনলাইন প্ল্যাটফর্মে বাংলা ও বিকাশ কিউআর-সহ মোবাইল অ্যাপের মাধ্যমেও লেনদেন করতে পারবেন। এছাড়াও, এই কার্ড দিয়ে ব্র্যাক ব্যাংকের যেকোনো এটিএম থেকে নগদ টাকা উত্তোলন করা যাবে।
বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি একটি সুবিধাজনক সল্যুশন। কারণ, প্রবাসীরা ই-কেওয়াইসি (e-KYC) প্রযুক্তি ব্যবহার করে বিদেশে বসেও ভার্চুয়াল অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে সকল প্রয়োজনীয় ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
গ্রাহকরা এই অ্যাকাউন্টের সাথে ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘আস্থা’ অ্যাপের মাধ্যমে সহজেই ভার্চুয়াল ডেবিট কার্ড ব্যবহার করে ব্যাংকটির আধুনিক ও ঝামেলাহীন ডিজিটাল ব্যাংকিং সেবা নিতে পারবেন।
যারা ফিজিক্যাল কার্ড বহন না করেই নিরাপদ ও স্মার্ট ব্যাংকিং সেবা উপভোগ করতে চান, তাঁদের কাছে এবং বিশেষ করে প্রযুক্তিপ্রেমী তরুণ প্রজন্মের কাছে এই কার্ডটি বেশ আকর্ষণীয় হয়ে উঠবে বলে বিশ্বাস করে ব্যাংকটি।
ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা এই কার্ড ব্যবহার করে মাল্টিকারেন্সি ট্রানজ্যাকশনও করতে পারবেন। এই কার্ড ব্যবহার করে তাঁরা প্রচলিত ব্যাংকিং নিয়ম মেনে আন্তর্জাতিক ই-কমার্স পেমেন্ট ও বাংলাদেশ থেকে বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন সার্ভিস উপভোগ করার সুযোগ পাবেন।
এছাড়াও, লেনদেনের ভিত্তিতে গ্রাহকরা এখানে রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাবেন, যা তাঁদের ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।
ব্র্যাক ব্যাংকের এই উল্লেখযোগ্য পদক্ষেপ এবং আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “আমাদের ভার্চুয়াল অ্যাকাউন্ট ও ভার্চুয়াল ডেবিট কার্ড গ্রাহকদের ব্যাংকিং সেবা আরও উন্নত করবে। এখানে প্রচলিত অ্যাকাউন্ট ও প্লাস্টিক কার্ডের সকল সুবিধা বিদ্যমান থাকার পাশাপাশি গ্রাহকদের কার্ডের অধিকতর নিরাপত্তা নিশ্চিত করবে। একটি গ্রাহককেন্দ্রিক ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় উদ্ভাবনী ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের জন্য নিরাপদ ও উপভোগ্য ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ”
উল্লেখ্য, নতুন গ্রাহকরা ই-কেওয়াইসি পোর্টালের মাধ্যমে ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্ট খুলে ভার্চুয়াল ডেবিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। যারা ইতিমধ্যে ব্র্যাক ব্যাংকের গ্রাহক আছেন, তাঁরা এই কার্ড পেতে হলে তাঁদের সেভিংস অ্যাকাউন্টকে ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্টে রূপান্তর করতে হবে, অথবা নতুন আরেকটি ভার্চুয়াল অ্যাকাউন্ট খুলতে হবে।
সফলভাবে অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে গ্রাহকরা ‘আস্থা’ অ্যাপে লগইন করলে সেখানে তাঁদের ভার্চুয়াল ডেবিট কার্ডটি দেখতে পাবেন। পরবর্তীতে অ্যাপের মাধ্যমে বা ব্র্যাক ব্যাংকের কল সেন্টারে (১৬২২১) যোগাযোগ করে কার্ডটি অ্যাক্টিভেট করতে হবে।
এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য গ্রাহকরা নিকটস্থ ব্র্যাক ব্যাংক শাখায় যোগাযোগ করতে পারেন বা ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, অথবা ২৪ / ৭ কল সেন্টারে ১৬২২১ নম্বরে ফোন করতে পারেন।
জনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
১১ মিনিট আগেহজ মৌসুমে সম্মানিত হজযাত্রীদের জন্য উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে সেবা বুথ উদ্বোধন করেছে এক্সিম ব্যাংক। ২৮ এপ্রিল হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২ ঘণ্টা আগেইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়নের ‘স্পেশাল ঈদ রেমিট্যান্স ক্যাম্পেইন’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন আজ মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পেইন চলাকালে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স প্রেরণকারীদের ডিজিটাল ড্রর মাধ্যমে প্রতি সপ্তাহে ৩টি করে
২ ঘণ্টা আগেএনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি আবদুস সালাম (উদ্যোক্তা পরিচালক) সর্বসম্মতিক্রমে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ইঞ্জিনিয়ার আবদুস সালাম দেশের একজন স্বনামধন্য প্রকৌশলী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। প্রতিষ্ঠানের খবর, করপোরেট, ব্যাংক, বিজ্ঞপ্তি, এনসিসি ব্যাংক
৩ ঘণ্টা আগে