Ajker Patrika

বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ড পেলেন বার্জারের সিএফও সাজ্জাদ রহিম

বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ড পেলেন বার্জারের সিএফও সাজ্জাদ রহিম

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের গ্রুপ চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) ও ডিরেক্টর সাজ্জাদ রহিম চৌধুরী বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস পেয়েছেন। তিনি বর্ষসেরা ‘চিফ ফিন্যান্সিয়াল অফিসার/ফিন্যান্স ডিরেক্টর’ হিসেবে সম্মানিত হয়েছেন।

সাজ্জাদ রহিম চৌধুরী ২০২০ সালের আগস্ট মাসে বার্জার পেইন্টসে গ্রুপ সিএফও এবং ডিরেক্টরের ভূমিকা গ্রহণ করেন। প্রায় তিন দশকের বর্ণাঢ্য কর্মজীবনে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবেও কর্মরত সাজ্জাদ চৌধুরী বিভিন্ন বহুজাতিক কোম্পানিগুলোতে নেতৃত্ব দিয়েছেন। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডে যোগদানের আগে তিনি নোভারটিস বাংলাদেশ লিমিটেডের ফিন্যান্স ডিরেক্টর ও কোম্পানির সেক্রেটারি হিসেবে ছয় বছর দায়িত্ব পালন করেন এবং শ্রীলঙ্কা ও মালদ্বীপের ডিস্ট্রিবিউশন মার্কেটের সিএফও পদে ছিলেন।

সাজ্জাদ রহিমের উল্লেখযোগ্য ভূমিকার মধ্যে রয়েছে সিটিসেলের সিএফও (সিঙ্গাপুর টেলিকম ও প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের একটি যৌথ উদ্যোগ), ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং কাফকোতে বিভিন্ন অর্থনৈতিক পদে নেতৃত্ব দেন। সাজ্জাদ চৌধুরী জেনসন অ্যান্ড নিকলসন (বাংলাদেশ) লিমিটেড, বার্জার টেক কনসালটিং লিমিটেড, বার্জার বেকার বাংলাদেশ লিমিটেড এবং বার্জার ফসরক লিমিটেডের পরিচালক পদেও রয়েছেন।

পুরস্কারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সাজ্জাদ রহিম বলেন, ‘এটি আমার জন্য অনেক বড় একটি সম্মানের বিষয়, যদিও আমি অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় নেই। প্রত্যেকেই তাদের নিজ নিজ ক্ষেত্রে দুর্দান্ত কাজ করছেন। আমি শুধু আমার নিজের জায়গায় উন্নতি করতে এবং প্রতিদিন আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি।’

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস-২০২৩ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) উপস্থাপিত এবং সামিট কমিউনিকেশনস লিমিটেডের পরিচালিত। মর্যাদাপূর্ণ এই ইভেন্টটি আয়োজনে পার্টনার হিসেবে সহযোগিতায় আরও রয়েছে বিএসআরএম, দ্যা ডেইলি স্টার, এটুআই-অ্যাসপায়ার টু ইনোভেট, স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক ও ন্যামকন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত