Ajker Patrika

ভিসতা কারখানায় তৈরি হবে ‘অক্স’ এসি, যাবে বিদেশের বাজারে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১: ০২
ভিসতা কারখানায় তৈরি হবে ‘অক্স’ এসি, যাবে বিদেশের বাজারে

বৈশ্বিক বাজারে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড ভিসতা। বিশ্বের দ্রুত অগ্রসরমাণ কোম্পানি চায়নার ‘অক্স’-এর সঙ্গে এবার যৌথ উদ্যোগ চুক্তি করল দেশীয় প্রতিষ্ঠান ভিসতা ইলেকট্রনিকস লিমিটেড। এর আওতায় বাংলাদেশে ভিসতার কারখানায় তৈরি হবে ‘অক্স’ ব্র্যান্ডের এয়ারকন্ডিশনার বা এসি। স্থানীয় বাজারের বিক্রির পাশাপাশি তা বিভিন্ন দেশে রপ্তানিও হবে। 

যৌথ উদ্যোক্তা হিসেবে সম্প্রতি বাংলাদেশের ভিসতা ও চায়নার অক্সের সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর হয়েছে। চায়নার নিংবো শহরে অবস্থিত অক্স সদর দপ্তরে তাদের প্রধান আরঅ্যান্ডডি (গবেষণা ও উন্নয়ন) অফিসে ওই চুক্তি স্বাক্ষর হয়। 

ভিসতা ইলেকট্রনিকস লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সামছুল আলম। অক্সের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (আরএসি, এশিয়ান অঞ্চল) জি ঝু লিঙ। সেসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিসতার ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, পরিচালক মোহাম্মদ মাসুদ, পরিচালক (ব্র্যান্ড অ্যান্ড প্রমোশন) হাসিন ফারহান, অক্সের রিজিওনাল ম্যানেজার লনি ওয়াং, কান্ট্রি ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, এসকেডি ম্যানেজার গোল্ডেন ইয়াং, ন্যাশনাল ম্যানেজার জিয়ান সু, সেলস ম্যানেজার ওয়েং প্রমুখ। 

চুক্তি স্বাক্ষরের আগে চায়না সফরে ভিসতা টিম নিংবো শহরে অক্সের সদর দপ্তর ও কারখানাসমূহ পরিদর্শন করেন। 

অক্স হচ্ছে চায়নার একটি বড় শিল্পগোষ্ঠী। এটি বিশ্বের দ্রুত অগ্রসরমাণ একটি ব্র্যান্ড। ১৯৮৬ সালে অক্সের যাত্রা শুরু। ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল, পাওয়ার ইউটিলাইজেশন, পাওয়ার ডিস্ট্রিবিউশন, নিউ এনার্জি, হাসপাতালসহ ইনভেস্টমেন্ট শিল্পেও বড় বিনিয়োগ রয়েছে অক্সের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত