Ajker Patrika

পুরস্কার পেলেন ঢাকা ট্রাভেল মার্টের র‍্যাফেল ড্র বিজয়ীরা

পুরস্কার পেলেন ঢাকা ট্রাভেল মার্টের র‍্যাফেল ড্র বিজয়ীরা

সদ্য সমাপ্ত পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্ট-২০২২ এর দর্শনার্থীদের জন্য আয়োজিত র‍্যাফেল ড্র বিজয়ীদের মাঝে সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণ করা হয়। রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

ইউএস-বাংলা এয়ারলাইনসের সৌজন্যে দুজনের জন্য মালদ্বীপ ভ্রমণের টিকিট লাভ করেছেন লায়লা ফারহানা অরিন এবং দুজনের জন্য সিঙ্গাপুরের টিকিট জিতেছেন এস কে রায়। বাংলাদেশ বিমানের সৌজন্যে দুজনের জন্য শারজাহ ভ্রমণের টিকিট পেয়েছেন জসিম উদ্দীন; ভিসতাঁরার সৌজন্যে দুজনের জন্য দিল্লীর টিকিট পেয়েছেন মো. হাসানুজ্জামান; ও নভো এয়ারের সৌজন্যে দুজনের জন্য কলকাতার রিটার্ন টিকিট জিতেছেন মাসুদুর রহমান। 

ওমান এয়ার এবং জাজিরা এয়ারওয়েজের সৌজন্যে ছিল একজনের জন্য যথাক্রমে লন্ডন এবং দুবাইয়ে রিটার্ন টিকিট। এ ছাড়াও বিভিন্ন দেশীয় গন্তব্য ভ্রমণের জন্য ছিল ইউএস-বাংলা এয়ারলাইনস ও নভো এয়ার বেশ কয়েকজন বিজয়ীকে রিটার্ন টিকিট প্রদান করে। সৌজন্যমূলক রাত্রি যাপনের জন্য বিভিন্ন হোটেল ও রিসোর্টে পক্ষ থেকে বিজয়ীদের জন্য ছিল গিফট ভাউচার। 

অনুষ্ঠানে প্রদত্ত সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা ট্রাভেল মার্টের আয়োজক ভ্রমণ ও পর্যটনবিষয়ক পাক্ষিক বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম জানান, এবারের মেলাটি ছিল সার্বিকভাবে সফল। মেলার তিন দিনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ আনুমানিক ১৫ কোটি টাকা স্পট সেল করেছে, সমাগম ঘটেছে প্রায় পনেরো হাজার দর্শনার্থীর। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মেলার টাইটেল স্পনসর ট্রিপ লাভার-এর হেড অব অপারেশনস নিশা তাসনিম শেখ, অন্যতম স্পনসর ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম, এয়ারলাইন পার্টনার বিমান বাংলাদেশে এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার, বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক (জনসংযোগ) মো. জিয়াউল হক হাওলাদার প্রমুখ। 

অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত সকলের সামনে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত