Ajker Patrika

১০ লাখ অর্ডারের নতুন মাইলফলকে ফুডি

অনলাইন ডেস্ক
১০ লাখ অর্ডারের নতুন মাইলফলকে ফুডি

বাংলাদেশের অনলাইন খাবার সরবরাহ সেবার ক্ষেত্রে নতুন এক উচ্চতায় পৌঁছেছে ফুডি। সাশ্রয়ী মূল্যে এবং দ্রুততম সময়ে রেস্তোরাঁর খাবার সরবরাহ করে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা ও আস্থার ফলেই ফুডি ইতিমধ্যে ১০ লাখের বেশি অর্ডার সফলভাবে ডেলিভারি সম্পন্ন করেছে।

ফুডির চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নান বলেন, ‘গ্রাহকদের খাবারের গুণগতমান, মূল্য এবং পছন্দকে অগ্রাধিকার দিয়ে আমরা দারুণ সাড়া পেয়েছি। প্রতি রোববার ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে ‘সুপার সানডে’ ক্যাম্পেইন এবং প্রতিদিন নতুন রেস্তোরাঁ যুক্ত হওয়া আমাদের সেবাকে আরও আকর্ষণীয় করেছে। বর্তমানে আমাদের প্ল্যাটফর্মে ৫ হাজারের বেশি রেস্তোরাঁ যুক্ত রয়েছে।’

ফুডি গ্রাহকদের কাছে দ্রুত খাবার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করছে। তাদের গড় ডেলিভারি সময় মাত্র ৩০ মিনিট। এ বিষয়ে প্রতিষ্ঠানের চিফ মার্কেটিং অফিসার মাশরুর হাসান মিম জানান, ‘আমাদের ২৫০০-এর বেশি সক্রিয় রাইডার প্রতিদিন খাবার সরবরাহে কাজ করছেন। তাঁদের দক্ষতা বাড়াতে আমরা নিয়মিত প্রশিক্ষণ এবং উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছি, যা আমাদের সেবার মান আরও উন্নত করেছে।’

উল্লেখ্য, ফুডি বর্তমানে দেশের ৪৫ টির বেশি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে। ঢাকা, চট্টগ্রামসহ বিভাগীয় শহরগুলোর পাশাপাশি সম্প্রতি টাঙ্গাইল, বগুড়া, কুমিল্লা ও সিরাজগঞ্জে সেবা চালু করেছে। ইউএস-বাংলা এয়ারলাইনসের অঙ্গ প্রতিষ্ঠান ফুডি, উদ্ভাবনী পরিকল্পনা এবং কার্যক্রমের দক্ষতার মাধ্যমে দেশের অন্যতম শীর্ষ অনলাইন খাবার সরবরাহ প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। দেশের খাবার সরবরাহ সেবার ক্ষেত্রে ফুডির এই সাফল্য ভবিষ্যতের জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত