Ajker Patrika

বাউয়েট ক্যাম্পাসে বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন

বাউয়েট ক্যাম্পাসে বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার বাউয়েট ন্যাচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ক্লাবের উদ্যোগে সিই বিভাগের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বিশ্ব পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে’। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহীনুর আলম প্রধান অতিথি ছিলেন।

দিবসটি উদ্‌যাপন উপলক্ষে আজ সকাল ৯টায় বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের প্লাজা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

দিবসটিকে স্মরণীয় করে রাখা এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোহাম্মদ হামিদুল হক (অব.), রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল শেখ শামীম হোসেন (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত