বিজ্ঞপ্তি
‘সারা’ লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাবব্র্যান্ড ঢেউ-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ র্যাফল ড্র আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। এতে প্রথম পুরস্কার দেওয়া হয় একটি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স।
মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৪টায় সারার মোহাম্মদপুর আউটলেটে আয়োজিত ফেসবুক লাইভে ‘গিভ অ্যাওয়ে’র মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। র্যাফল ড্রয়ে প্রথম পুরস্কার একটি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স জিতেছেন মাসুম রানা। দ্বিতীয় পুরস্কার একটি গেম প্লেয়ার ‘প্লে স্টেশন ফাইভ’ পেয়েছেন ফারজানা আক্তার মাহি। আর তৃতীয় পুরস্কার বিজয়ী রুবাইয়াত রুবা পেয়েছেন একটি আকর্ষণীয় অ্যাপল ওয়াচ সিরিজ-১০।
‘ঢেউ’-এর লাইভ অনুষ্ঠানৈ জানানো হয়, চলতি বছরের ৯ মার্চ ঢেউ-এর দ্বিতীয় জন্মবার্ষিকী থেকে গেল ঈদুল আজহা পর্যন্ত টার্মস অ্যান্ড কন্ডিশন ছাড়া ঢেউ-এর যেকোনো পণ্য কিনলে একটি কুপন সরবরাহ করা হয়। সেই কুপনে ক্রেতার নাম ও মোবাইল নম্বর লিখে জমা দিয়েছেন ক্রেতারা।
গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর অংশ হিসেবে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সারা লাইফস্টাইলের এই ওয়েস্টার্ন সাবব্র্যান্ড ঢেউ।
উল্লেখ্য, স্নোটেক্স গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ কাজ শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে। ঢাকার মিরপুর-৬ এ অবস্থিত ‘সারা’র প্রথম আউটলেট নিয়ে কাজ শুরুর পর বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক এ-এর ৪০ এবং ৫৪ নম্বর শপটি ছিল সারার দ্বিতীয় আউটলেট। তৃতীয় আউটলেটটি হলো বাড়ি-১৯ বি/৪সি ও বি/৪ ডি, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর এ ঠিকানায়। উত্তরায় সারার পোশাক পাওয়া যাবে হাউস নম্বর-২২, সোনারগাঁ জনপদ, সেক্টর-৯, উত্তরা, ঢাকা এ ঠিকানায়। বারিধারা জে ব্লকে আছে সারার আরেকটি আউটলেট। বনশ্রী ই ব্লকের ১ নম্বর রোডের ৪৮ নম্বর বাড়িতে রয়েছে সারার ষষ্ঠ আউটলেট। ঢাকার বাইরে সারার প্রথম আউটলেট রংপুরে জাহাজ কোম্পানির মোড়েই। রাজধানী ঢাকার ওয়ারীতে (বাড়ি ৩৬/১ নম্বর, র্যাঙ্কিন স্ট্রিট, ওয়ারী, ঢাকা-১২০৩) রয়েছে সারার অষ্টম আউটলেট। সারার নবম আউটলেট রাজশাহীতে (বাড়ি-৫৩ ও ৫৪, ইউনাইটেড টাওয়ার, রানী বাজার, রাজশাহী-৬০০০) ও রাজধানী ঢাকার বাসাবোতে (বাড়ি-৯৬/২, পূর্ব বাসাবো, সবুজবাগ, ঢাকা-১২১৪) রয়েছে সারার দশম আউটলেট। বগুড়ায় (হোল্ডিং নং-১১৩, ১০৯ সিটি সেন্টার, জলেশ্বরীতলা বগুড়া-৫৮০০) রয়েছে সারার একাদশতম আউটলেট। সিলেটে (হাউস-৩১ এ, কুমারপাড়া, ওয়ার্ড ১৮, ভিআইপি রোড, সদর, সিলেট-৩১০০) চালু হয়েছে সারার আরও একটি আউটলেট। ফেনীতে (ওহাব টাওয়ার, হোল্ডিং নং-৩১০, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ওয়ার্ড নং ১৬, ফেনী শহর) কার্যক্রম শুরু হয়েছে সারার আরও একটি আউটলেটের। বরিশাল শহরে (বিবির পুকুরপাড়, ফকির কমপ্লেক্স, ১১২ সদর রোড, বরিশাল-৮২০০) সারার আরও একটি নতুন আউটলেট চালু হয়েছে। সারার সর্বশেষ আউটলেট নারায়ণগঞ্জে (১৪৫, টিএনএস প্লাজা, ০৪ বঙ্গবন্ধু সড়ক, নারায়ণগঞ্জ-১৪০০ এলাকায়)। এ ছাড়া খুব শিগগির খুলনা শহরের শিববাড়ী মোড়ে সারার আরও একটি নতুন আউটলেট চালু হতে যাচ্ছে।
‘সারা’ লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাবব্র্যান্ড ঢেউ-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ র্যাফল ড্র আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। এতে প্রথম পুরস্কার দেওয়া হয় একটি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স।
মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৪টায় সারার মোহাম্মদপুর আউটলেটে আয়োজিত ফেসবুক লাইভে ‘গিভ অ্যাওয়ে’র মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। র্যাফল ড্রয়ে প্রথম পুরস্কার একটি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স জিতেছেন মাসুম রানা। দ্বিতীয় পুরস্কার একটি গেম প্লেয়ার ‘প্লে স্টেশন ফাইভ’ পেয়েছেন ফারজানা আক্তার মাহি। আর তৃতীয় পুরস্কার বিজয়ী রুবাইয়াত রুবা পেয়েছেন একটি আকর্ষণীয় অ্যাপল ওয়াচ সিরিজ-১০।
‘ঢেউ’-এর লাইভ অনুষ্ঠানৈ জানানো হয়, চলতি বছরের ৯ মার্চ ঢেউ-এর দ্বিতীয় জন্মবার্ষিকী থেকে গেল ঈদুল আজহা পর্যন্ত টার্মস অ্যান্ড কন্ডিশন ছাড়া ঢেউ-এর যেকোনো পণ্য কিনলে একটি কুপন সরবরাহ করা হয়। সেই কুপনে ক্রেতার নাম ও মোবাইল নম্বর লিখে জমা দিয়েছেন ক্রেতারা।
গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর অংশ হিসেবে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সারা লাইফস্টাইলের এই ওয়েস্টার্ন সাবব্র্যান্ড ঢেউ।
উল্লেখ্য, স্নোটেক্স গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ কাজ শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে। ঢাকার মিরপুর-৬ এ অবস্থিত ‘সারা’র প্রথম আউটলেট নিয়ে কাজ শুরুর পর বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক এ-এর ৪০ এবং ৫৪ নম্বর শপটি ছিল সারার দ্বিতীয় আউটলেট। তৃতীয় আউটলেটটি হলো বাড়ি-১৯ বি/৪সি ও বি/৪ ডি, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর এ ঠিকানায়। উত্তরায় সারার পোশাক পাওয়া যাবে হাউস নম্বর-২২, সোনারগাঁ জনপদ, সেক্টর-৯, উত্তরা, ঢাকা এ ঠিকানায়। বারিধারা জে ব্লকে আছে সারার আরেকটি আউটলেট। বনশ্রী ই ব্লকের ১ নম্বর রোডের ৪৮ নম্বর বাড়িতে রয়েছে সারার ষষ্ঠ আউটলেট। ঢাকার বাইরে সারার প্রথম আউটলেট রংপুরে জাহাজ কোম্পানির মোড়েই। রাজধানী ঢাকার ওয়ারীতে (বাড়ি ৩৬/১ নম্বর, র্যাঙ্কিন স্ট্রিট, ওয়ারী, ঢাকা-১২০৩) রয়েছে সারার অষ্টম আউটলেট। সারার নবম আউটলেট রাজশাহীতে (বাড়ি-৫৩ ও ৫৪, ইউনাইটেড টাওয়ার, রানী বাজার, রাজশাহী-৬০০০) ও রাজধানী ঢাকার বাসাবোতে (বাড়ি-৯৬/২, পূর্ব বাসাবো, সবুজবাগ, ঢাকা-১২১৪) রয়েছে সারার দশম আউটলেট। বগুড়ায় (হোল্ডিং নং-১১৩, ১০৯ সিটি সেন্টার, জলেশ্বরীতলা বগুড়া-৫৮০০) রয়েছে সারার একাদশতম আউটলেট। সিলেটে (হাউস-৩১ এ, কুমারপাড়া, ওয়ার্ড ১৮, ভিআইপি রোড, সদর, সিলেট-৩১০০) চালু হয়েছে সারার আরও একটি আউটলেট। ফেনীতে (ওহাব টাওয়ার, হোল্ডিং নং-৩১০, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ওয়ার্ড নং ১৬, ফেনী শহর) কার্যক্রম শুরু হয়েছে সারার আরও একটি আউটলেটের। বরিশাল শহরে (বিবির পুকুরপাড়, ফকির কমপ্লেক্স, ১১২ সদর রোড, বরিশাল-৮২০০) সারার আরও একটি নতুন আউটলেট চালু হয়েছে। সারার সর্বশেষ আউটলেট নারায়ণগঞ্জে (১৪৫, টিএনএস প্লাজা, ০৪ বঙ্গবন্ধু সড়ক, নারায়ণগঞ্জ-১৪০০ এলাকায়)। এ ছাড়া খুব শিগগির খুলনা শহরের শিববাড়ী মোড়ে সারার আরও একটি নতুন আউটলেট চালু হতে যাচ্ছে।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়া ও বে টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে চায় চায় সরকার। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা চার গুণ বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
৪ ঘণ্টা আগেদেশের বড় রপ্তানিমুখী ব্যাগ ও লাগেজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ছিল মোংলার ইপিজেডে থাকা ভারতীয় মালিকানাধীন ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। ২০১৪ সাল থেকে এখানে তাদের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছিল এবং সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। কিন্তু ২০২৩ সালের ৩১ জানুয়ারি ভিআইপির মোংলা কারখানায় অগ্নিকাণ্ড
১১ ঘণ্টা আগেকাস্টমসের নতুন শুল্কনীতির কারণে খরচ বেড়ে যাওয়ায় ভারত থেকে মাছ আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকেরা। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুই দিনে সরকারের রাজস্ব ঘাটতি হয়েছে প্রায় ৩ কোটি টাকা। ভারত থেকে যেসব খাদ্যদ্রব্য আমদানি করা হয়, তার মধ্যে বড় একটি অংশ হচ্ছে হিমায়িত মিঠাপানির ও সামুদ্রিক মাছ।
১১ ঘণ্টা আগেচাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ অভিযোগ এনে ঘটনার বিচার ও ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিলের দাবি জানান। তাঁরা চেয়ারম্যান খাজা শাহরিয়ারের নিকটাত্মীয়
১২ ঘণ্টা আগে