Ajker Patrika

সোনালী ব্যাংক ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৭: ৩৮
সোনালী ব্যাংক ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

উন্নত, নিরবচ্ছিন্ন ও ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সভা কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তিপত্রটি সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম এবং আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক সুভাষ চন্দ্র দাস ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অসিত কুমার চক্রবর্তী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী, ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকেরা, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা মেহমুদ হাসান মুরাদ ও দীপক কুমার দত্ত, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম পারভেজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির ফলে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের গ্রাহক ও বিনিয়োগকারীরা সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিনিয়োগকারীদের শেয়ার ক্রয়ের অর্থ ও ফি অনলাইনে ঘরে বসেই পরিশোধ করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত