Ajker Patrika

সোনালী ব্যাংক ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৭: ৩৮
সোনালী ব্যাংক ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

উন্নত, নিরবচ্ছিন্ন ও ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সভা কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তিপত্রটি সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম এবং আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক সুভাষ চন্দ্র দাস ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অসিত কুমার চক্রবর্তী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী, ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকেরা, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা মেহমুদ হাসান মুরাদ ও দীপক কুমার দত্ত, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম পারভেজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির ফলে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের গ্রাহক ও বিনিয়োগকারীরা সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিনিয়োগকারীদের শেয়ার ক্রয়ের অর্থ ও ফি অনলাইনে ঘরে বসেই পরিশোধ করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত