Ajker Patrika

ফুডি অ্যাপে মিলবে ডোমিনোজ পিৎজা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৭: ২৭
ডোমিনোজের সঙ্গে ফুডির চুক্তি। ছবি: আজকের পত্রিকা
ডোমিনোজের সঙ্গে ফুডির চুক্তি। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশের জনপ্রিয় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডি অ্যাপ ও ডোমিনোজের মধ্যে অংশীদারত্ব চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী, ফুডি অ্যাপের মাধ্যমে ডোমিনোজের পিৎজা সরবরাহ করা হবে। পাশাপাশি, আজ ১৬ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ডোমিনোজের পিৎজার সব অর্ডারে ৪০ শতাংশ ছাড় দেওয়া হবে, যা ২০০ টাকা পর্যন্ত।

আজ বৃহস্পতিবার মহাখালীর প্যারাগন হাউজে এই চুক্তি সই হয়। ফুডির পক্ষ থেকে চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন— চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নান, চিফ মার্কেটিং অফিসার মাশরুর হাসান মিম, ডেপুটি ম্যানেজার সৈয়দ সাজিবুর রহমান ও সিনিয়র এক্সিকিউটিভ নওয়াজিশ আলম।

ডোমিনোজের পক্ষ থেকে ছিলেন— চিফ অপারেটিং অফিসার আহমেদ শোয়েব ইকবাল, কান্ট্রি হেড অব মার্কেটিং আবু ওবায়দা ইমন, হেড অব মার্কেটিং তানজিনা অল্টার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ই-কমার্স ও ব্র্যান্ড পার্টনারশিপ) মোহাম্মদ হোসেন বাবু।

ফুডির চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নান বলেন, ‘আমরা ডোমিনোজের সঙ্গে চুক্তি করতে পেরে অত্যন্ত আনন্দিত। এই অংশীদারত্ব বাংলাদেশের ডেলিভারি ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে।’

জুবিল্যান্ট ফুডওয়ার্কসের চিফ অপারেটিং অফিসার আহমেদ শোয়েব ইকবাল বলেন, ‘এই অংশীদারত্ব আমাদের জন্য একটি বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের অসাধারণ পিৎজা অভিজ্ঞতা প্রদান করা। ফুডির সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আমরা এখন সহজেই আমাদের লক্ষ্য পূরণে সক্ষম হব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোটেলে নিয়ে ধর্ষণ: অতিরিক্ত রক্তক্ষরণে কিশোরীর মৃত্যুর অভিযোগ, দুই যুবক আটক

গ্রেপ্তারি পরোয়ানায় মর‍াল এফেক্ট পড়েছে, তবে সেনাবাহিনী ন্যায়ের পক্ষে অটল: সেনাসদর

ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাসদর

বিয়ের আংটি পরলেন ইশরাক

‘গোপনে’ দুই অধ্যাদেশের অনুমোদনে টিআইবির নিন্দা, মতামত নিয়ে সংশোধনের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত