Ajker Patrika

স্তন ক্যানসার প্রতিরোধে আইপিডিসি ‘প্রীতি’-এর সচেতনতামূলক ওয়ার্কশপ

স্তন ক্যানসার প্রতিরোধে আইপিডিসি ‘প্রীতি’-এর সচেতনতামূলক ওয়ার্কশপ

‘একসঙ্গে সবাই, চলুন, রুখে দেই!’ —এই প্রতিজ্ঞাকে সঙ্গে নিয়ে স্তন ক্যানসার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অক্টোবর মাসব্যাপী নানামুখী কার্যক্রম পালন করছে আইপিডিসি ফাইন্যান্স-এর নারী গ্রাহক ভিত্তিক রিটেইল প্রোডাক্ট প্ল্যাটফর্ম ‘আইপিডিসি প্রীতি’। 

এর অধীনে সম্প্রতি আইপিডিসির প্রধান কার্যালয়ে বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্ট (ব্যানক্যাট) ও ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের সহযোগিতায় গ্রাহক ও কর্মীদের জন্য অনুষ্ঠিত হয় স্তন ক্যানসার সচেতনতা নিয়ে বিশেষ ওয়ার্কশপ। 

ওয়ার্কশপে উপস্থিত ছিলেন—সাভরিনা আরিফিন, হেড অব রিটেইল বিজনেস, আইপিডিসি ফাইন্যান্স; মাহজাবীন ফেরদৌস, জেনারেল সেক্রেটারি ও ট্রাস্টি, ব্যানক্যাট; অমিতাভ ভট্টাচার্য, প্রধান, বিজনেস ডেভেলপমেন্ট, ল্যাবএইড ক্যানসার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার; ডা. আলী নাফিসা, অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন, ল্যাবএইড ক্যানসার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার; ফারাহ্ দীবা, সিনিয়র ডায়েটিশিয়ান, ল্যাবএইড ক্যানসার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার; পাপিয়া সুলতানা, হেড অব প্রীতি, আইপিডিসি ফাইন্যান্সসহ গ্রাহক এবং আইপিডিসির নারী কর্মকর্তারা। 

ডা. আলী নাফিসা স্তন ক্যানসারের লক্ষণ এবং প্রতিরোধের জন্য করণীয় নিয়ে বিস্তারিত বক্তব্য দেন। পুষ্টি বিশেষজ্ঞ ফারাহ্ দীবা স্তন ক্যানসার প্রতিরোধে সঠিক খাদ্যাভ্যাসের ধারণা দেন তাঁর বক্তব্যে। 

এ ছাড়া ওয়ার্কশপে উপস্থিত অংশগ্রহণকারীদের জন্য বিনা খরচে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত