‘একসঙ্গে সবাই, চলুন, রুখে দেই!’ —এই প্রতিজ্ঞাকে সঙ্গে নিয়ে স্তন ক্যানসার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অক্টোবর মাসব্যাপী নানামুখী কার্যক্রম পালন করছে আইপিডিসি ফাইন্যান্স-এর নারী গ্রাহক ভিত্তিক রিটেইল প্রোডাক্ট প্ল্যাটফর্ম ‘আইপিডিসি প্রীতি’।
এর অধীনে সম্প্রতি আইপিডিসির প্রধান কার্যালয়ে বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্ট (ব্যানক্যাট) ও ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের সহযোগিতায় গ্রাহক ও কর্মীদের জন্য অনুষ্ঠিত হয় স্তন ক্যানসার সচেতনতা নিয়ে বিশেষ ওয়ার্কশপ।
ওয়ার্কশপে উপস্থিত ছিলেন—সাভরিনা আরিফিন, হেড অব রিটেইল বিজনেস, আইপিডিসি ফাইন্যান্স; মাহজাবীন ফেরদৌস, জেনারেল সেক্রেটারি ও ট্রাস্টি, ব্যানক্যাট; অমিতাভ ভট্টাচার্য, প্রধান, বিজনেস ডেভেলপমেন্ট, ল্যাবএইড ক্যানসার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার; ডা. আলী নাফিসা, অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন, ল্যাবএইড ক্যানসার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার; ফারাহ্ দীবা, সিনিয়র ডায়েটিশিয়ান, ল্যাবএইড ক্যানসার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার; পাপিয়া সুলতানা, হেড অব প্রীতি, আইপিডিসি ফাইন্যান্সসহ গ্রাহক এবং আইপিডিসির নারী কর্মকর্তারা।
ডা. আলী নাফিসা স্তন ক্যানসারের লক্ষণ এবং প্রতিরোধের জন্য করণীয় নিয়ে বিস্তারিত বক্তব্য দেন। পুষ্টি বিশেষজ্ঞ ফারাহ্ দীবা স্তন ক্যানসার প্রতিরোধে সঠিক খাদ্যাভ্যাসের ধারণা দেন তাঁর বক্তব্যে।
এ ছাড়া ওয়ার্কশপে উপস্থিত অংশগ্রহণকারীদের জন্য বিনা খরচে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল।
‘একসঙ্গে সবাই, চলুন, রুখে দেই!’ —এই প্রতিজ্ঞাকে সঙ্গে নিয়ে স্তন ক্যানসার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অক্টোবর মাসব্যাপী নানামুখী কার্যক্রম পালন করছে আইপিডিসি ফাইন্যান্স-এর নারী গ্রাহক ভিত্তিক রিটেইল প্রোডাক্ট প্ল্যাটফর্ম ‘আইপিডিসি প্রীতি’।
এর অধীনে সম্প্রতি আইপিডিসির প্রধান কার্যালয়ে বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্ট (ব্যানক্যাট) ও ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের সহযোগিতায় গ্রাহক ও কর্মীদের জন্য অনুষ্ঠিত হয় স্তন ক্যানসার সচেতনতা নিয়ে বিশেষ ওয়ার্কশপ।
ওয়ার্কশপে উপস্থিত ছিলেন—সাভরিনা আরিফিন, হেড অব রিটেইল বিজনেস, আইপিডিসি ফাইন্যান্স; মাহজাবীন ফেরদৌস, জেনারেল সেক্রেটারি ও ট্রাস্টি, ব্যানক্যাট; অমিতাভ ভট্টাচার্য, প্রধান, বিজনেস ডেভেলপমেন্ট, ল্যাবএইড ক্যানসার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার; ডা. আলী নাফিসা, অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন, ল্যাবএইড ক্যানসার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার; ফারাহ্ দীবা, সিনিয়র ডায়েটিশিয়ান, ল্যাবএইড ক্যানসার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার; পাপিয়া সুলতানা, হেড অব প্রীতি, আইপিডিসি ফাইন্যান্সসহ গ্রাহক এবং আইপিডিসির নারী কর্মকর্তারা।
ডা. আলী নাফিসা স্তন ক্যানসারের লক্ষণ এবং প্রতিরোধের জন্য করণীয় নিয়ে বিস্তারিত বক্তব্য দেন। পুষ্টি বিশেষজ্ঞ ফারাহ্ দীবা স্তন ক্যানসার প্রতিরোধে সঠিক খাদ্যাভ্যাসের ধারণা দেন তাঁর বক্তব্যে।
এ ছাড়া ওয়ার্কশপে উপস্থিত অংশগ্রহণকারীদের জন্য বিনা খরচে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল।
নবগঠিত সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) আয়োজনে ৭ অক্টোবর রাজধানীর এক অভিজাত হোটেলে এই সামিট অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন বাংলাদেশ ও সৌদি আরবের ব্যবসায়ী, কোম্পানি ও ব্যবসায়ী প্রতিষ্ঠান, নীতিনির্ধারকেরা।
১ ঘণ্টা আগেসৌদি আরবের তেল-বহির্ভূত বেসরকারি খাতের প্রবৃদ্ধি গত ছয় মাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে বলে জানিয়েছে রিয়াদ ব্যাংকের পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই)। আজ রোববার প্রকাশিত এক সমীক্ষার বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। ক্রমবর্ধমান চাহিদা এবং বাড়তি উৎপাদন এ প্রবৃদ্ধিকে চালিত করেছে...
২ ঘণ্টা আগেএকসময় বৈশ্বিক ভাঙা জাহাজের ৩০ শতাংশ কাজই হতো চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে। সেখানে দেখা মিলত তীরে ভেড়ানো মহাশক্তিশালী অসংখ্য জাহাজ, যেগুলোর বুকে উঠে শত শত শ্রমিক দিনরাত ইস্পাত টুকরা টুকরা করছেন। টনকে টন লোহার গর্জন, গ্যাস কাটারের ঝলকানি, রডভর্তি ট্রাকের দীর্ঘ সারি—সব মিলিয়ে সাগরের কিনার জুড়ে যেন...
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের ব্যাংকিং খাতে দক্ষ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খুঁজে পাওয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আজ শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলের বলরুমে ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেব
২০ ঘণ্টা আগে