Ajker Patrika

আইপিডিসি ও ইউনাইটেড হাসপাতালের মধ্যে চুক্তি সই

আইপিডিসি ও ইউনাইটেড হাসপাতালের মধ্যে চুক্তি সই

আইপিডিসি প্রীতির পার্টনার হিসেবে ইউনাইটেড হাসপাতালকে যুক্ত করার লক্ষ্যে আইপিডিসি ফাইন্যান্স ও ইউনাইটেড হসপিটাল লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়েছে। চুক্তি সই অনুষ্ঠানটি আইপিডিসির প্রধান কার্যালয়ে আয়োজিত হয়।

আইপিডিসি প্রীতি নারী গ্রাহকদের জন্য আইপিডিসির রিটেইল সেবাগুলোর বিশেষ প্ল্যাটফর্ম। এই চুক্তির ফলে আইপিডিসি প্রীতির গ্রাহকেরা এবং আইপিডিসির কর্মীরা ইউনাইটেড হাসপাতালের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা পাবেন। গ্রাহক কিংবা কর্মী হিসেবে আইপিডিসির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ চুক্তির আওতায় ইউনাইটেড হাসপাতালে অগ্রাধিকার সেবাসহ স্বাস্থ্যসেবায় সামগ্রিকভাবে সহযোগিতা পাবেন।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিডিসির পক্ষ থেকে হেড অব প্রীতি ফারজানা আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ মনিকা কবির, অফিসার তানজিয়া তানজিম এবং ইউনাইটেড হাসপাতালের পক্ষে জেনারেল ম্যানেজার মো. ফজলেরাব্বী খান, ম্যানেজার সৈয়দ আশরাফ-উল মাসুম, এক্সিকিউটিভ অনিশা মেহ্নাজসহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিনিধি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত