Ajker Patrika

রমজানে বিনা মূল্যে ৩০ হাজার খাবার বিতরণ করবে ডোমিনোজ পিৎজা

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ২২: ৫০
রমজানে বিনা মূল্যে ৩০ হাজার খাবার বিতরণ করবে ডোমিনোজ পিৎজা

ডোমিনোজ পিৎজা বাংলাদেশ রমজান উপলক্ষে বিনা মূল্যে ৩০ হাজার খাবার বিতরণ করবে। সম্প্রতি রাজধানীর গুলশান-১-এ ডোমিনোজ পিৎজার আউটলেটে প্রেস কনফারেন্সে এই কথা জানানো হয়। রমজানের শিক্ষা ও মূল্যবোধের সঙ্গে গ্রাহকদের মধ্যে খুশি ছড়াতে এই ক্যাম্পেইন করছে প্রতিষ্ঠানটি। 

ক্যাম্পেইনের অংশ হিসেবে ডোমিনোজ পিৎজা বাংলাদেশ একটি আকর্ষণীয় পিৎজা বক্স তৈরি করেছে, যেখানে রমজান মাসে ঢাকা শহরের সংস্কৃতি ও জীবনচিত্র ফুটে উঠেছে। বক্সটির ওপরে একটি QR কোড রয়েছে, যা সহজেই স্ক্যান করে অগমেন্টেড রিয়্যালিটির মাধ্যমে গ্রাহক রমজানে ঢাকার আয়োজন ও সংস্কৃতি সরাসরি দেখতে পারবেন। এ ছাড়া প্রতি স্ক্যানে কাস্টমার একটি গিফট কুপন পাবেন, যা তাঁরা প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে রমজানের খুশি তাঁদের মধ্যেও ছড়াতে পারবেন। 

ডোমিনোজ পিৎজা বাংলাদেশের কান্ট্রি মার্কেটিং লিড আবু ওবায়দা ইমন বলেন, ‘এই ক্যাম্পেইনটি শুধু খুশি ছড়াতে নয়, বরং শেয়ারিংয়ের মাস পবিত্র রমজানে ডোমিনোজ পিৎজার একটি ইউনিক উদ্যোগ। এই জন্য ডোমিনোজ পিৎজা আয়োজন করেছে এক বিশেষ BOGO-অফার, Buy 1 Give 1; যেখানে প্রতিটি ডেলিভারি অর্ডারের বিপরীতে একজন সুবিধাবঞ্চিত শিশুকে বিনা মূল্যে খাবার দেওয়া হবে। গত বছর এভাবেই ১৪ হাজার সুবিধাবঞ্চিত শিশুর মাঝে বিনা মূল্যে খাবার বিতরণ করা হয়েছিল, এ বছর আরও একধাপ এগিয়ে ৩০ হাজার খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে ডোমিনোজ পিৎজা।’ 

রমজান মাসজুড়ে এই উদ্যোগে অংশ নিতে পারবেন গ্রাহকেরাও। গুগল প্লে-স্টোরে থাকা ডোমিনোজ পিৎজা অ্যাপ ব্যবহার করে অথবা ওয়েবসাইট অথবা ১৬৬৫৬ নম্বরে কল করে পিৎজা অর্ডার করতে পারবেন কাস্টমাররা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত