ডোমিনোজ পিৎজা বাংলাদেশ রমজান উপলক্ষে বিনা মূল্যে ৩০ হাজার খাবার বিতরণ করবে। সম্প্রতি রাজধানীর গুলশান-১-এ ডোমিনোজ পিৎজার আউটলেটে প্রেস কনফারেন্সে এই কথা জানানো হয়। রমজানের শিক্ষা ও মূল্যবোধের সঙ্গে গ্রাহকদের মধ্যে খুশি ছড়াতে এই ক্যাম্পেইন করছে প্রতিষ্ঠানটি।
ক্যাম্পেইনের অংশ হিসেবে ডোমিনোজ পিৎজা বাংলাদেশ একটি আকর্ষণীয় পিৎজা বক্স তৈরি করেছে, যেখানে রমজান মাসে ঢাকা শহরের সংস্কৃতি ও জীবনচিত্র ফুটে উঠেছে। বক্সটির ওপরে একটি QR কোড রয়েছে, যা সহজেই স্ক্যান করে অগমেন্টেড রিয়্যালিটির মাধ্যমে গ্রাহক রমজানে ঢাকার আয়োজন ও সংস্কৃতি সরাসরি দেখতে পারবেন। এ ছাড়া প্রতি স্ক্যানে কাস্টমার একটি গিফট কুপন পাবেন, যা তাঁরা প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে রমজানের খুশি তাঁদের মধ্যেও ছড়াতে পারবেন।
ডোমিনোজ পিৎজা বাংলাদেশের কান্ট্রি মার্কেটিং লিড আবু ওবায়দা ইমন বলেন, ‘এই ক্যাম্পেইনটি শুধু খুশি ছড়াতে নয়, বরং শেয়ারিংয়ের মাস পবিত্র রমজানে ডোমিনোজ পিৎজার একটি ইউনিক উদ্যোগ। এই জন্য ডোমিনোজ পিৎজা আয়োজন করেছে এক বিশেষ BOGO-অফার, Buy 1 Give 1; যেখানে প্রতিটি ডেলিভারি অর্ডারের বিপরীতে একজন সুবিধাবঞ্চিত শিশুকে বিনা মূল্যে খাবার দেওয়া হবে। গত বছর এভাবেই ১৪ হাজার সুবিধাবঞ্চিত শিশুর মাঝে বিনা মূল্যে খাবার বিতরণ করা হয়েছিল, এ বছর আরও একধাপ এগিয়ে ৩০ হাজার খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে ডোমিনোজ পিৎজা।’
রমজান মাসজুড়ে এই উদ্যোগে অংশ নিতে পারবেন গ্রাহকেরাও। গুগল প্লে-স্টোরে থাকা ডোমিনোজ পিৎজা অ্যাপ ব্যবহার করে অথবা ওয়েবসাইট অথবা ১৬৬৫৬ নম্বরে কল করে পিৎজা অর্ডার করতে পারবেন কাস্টমাররা।
ডোমিনোজ পিৎজা বাংলাদেশ রমজান উপলক্ষে বিনা মূল্যে ৩০ হাজার খাবার বিতরণ করবে। সম্প্রতি রাজধানীর গুলশান-১-এ ডোমিনোজ পিৎজার আউটলেটে প্রেস কনফারেন্সে এই কথা জানানো হয়। রমজানের শিক্ষা ও মূল্যবোধের সঙ্গে গ্রাহকদের মধ্যে খুশি ছড়াতে এই ক্যাম্পেইন করছে প্রতিষ্ঠানটি।
ক্যাম্পেইনের অংশ হিসেবে ডোমিনোজ পিৎজা বাংলাদেশ একটি আকর্ষণীয় পিৎজা বক্স তৈরি করেছে, যেখানে রমজান মাসে ঢাকা শহরের সংস্কৃতি ও জীবনচিত্র ফুটে উঠেছে। বক্সটির ওপরে একটি QR কোড রয়েছে, যা সহজেই স্ক্যান করে অগমেন্টেড রিয়্যালিটির মাধ্যমে গ্রাহক রমজানে ঢাকার আয়োজন ও সংস্কৃতি সরাসরি দেখতে পারবেন। এ ছাড়া প্রতি স্ক্যানে কাস্টমার একটি গিফট কুপন পাবেন, যা তাঁরা প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে রমজানের খুশি তাঁদের মধ্যেও ছড়াতে পারবেন।
ডোমিনোজ পিৎজা বাংলাদেশের কান্ট্রি মার্কেটিং লিড আবু ওবায়দা ইমন বলেন, ‘এই ক্যাম্পেইনটি শুধু খুশি ছড়াতে নয়, বরং শেয়ারিংয়ের মাস পবিত্র রমজানে ডোমিনোজ পিৎজার একটি ইউনিক উদ্যোগ। এই জন্য ডোমিনোজ পিৎজা আয়োজন করেছে এক বিশেষ BOGO-অফার, Buy 1 Give 1; যেখানে প্রতিটি ডেলিভারি অর্ডারের বিপরীতে একজন সুবিধাবঞ্চিত শিশুকে বিনা মূল্যে খাবার দেওয়া হবে। গত বছর এভাবেই ১৪ হাজার সুবিধাবঞ্চিত শিশুর মাঝে বিনা মূল্যে খাবার বিতরণ করা হয়েছিল, এ বছর আরও একধাপ এগিয়ে ৩০ হাজার খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে ডোমিনোজ পিৎজা।’
রমজান মাসজুড়ে এই উদ্যোগে অংশ নিতে পারবেন গ্রাহকেরাও। গুগল প্লে-স্টোরে থাকা ডোমিনোজ পিৎজা অ্যাপ ব্যবহার করে অথবা ওয়েবসাইট অথবা ১৬৬৫৬ নম্বরে কল করে পিৎজা অর্ডার করতে পারবেন কাস্টমাররা।
নগরের গণ্ডি পেরিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে ব্যাংকিং সেবা। সেই পথের সবচেয়ে সফল নাম—এজেন্ট ব্যাংকিং। ব্যাংকে যেতে হয় না, ব্যাংকই যেন এসে গেছে মানুষের হাতের নাগালে। দোকানের এক কোনায় বসে থাকা এজেন্ট এখন একজন আস্থার নাম। সাধারণ মানুষ সেখানে খোলেন হিসাব, রাখেন আমানত, তোলেন টাকা, কখনো নেন ঋণও। ফল
১০ ঘণ্টা আগেচলতি বছরের এপ্রিল মাস ছিল দেশের পুঁজিবাজারের জন্য এক কঠিন সময়। ঈদের ছুটি শেষে লেনদেন শুরু হলেও বাজার ঘুরে দাঁড়াতে পারেনি। মাসজুড়ে ধারাবাহিক দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) হারিয়েছে ১৭ হাজার কোটি টাকার বেশি মূলধন। এতে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে চরম হতাশা ও আস্থাহীনতা।
১০ ঘণ্টা আগেশেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ না দিয়ে শুধু বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্তে প্রায় ১০ কোটি টাকার অতিরিক্ত কর দিতে হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংককে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটি ২০২৪ সালের আর্থিক বছরের জন্য বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকটি সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে জানায়, পরিচালনা পর্ষদ
১০ ঘণ্টা আগেব্যবসার জন্য কঠিন পরিবেশ তৈরি করে রাখা হয়েছে জানিয়ে ব্যবসায় কর ব্যবস্থাকে আরো সহজ ও স্থায়ী করার প্রতি গুরুত্ব দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন। আগামী বাজেটে তারা করকাঠামোর বিভিন্ন দিকের পরিবর্তন দেখতে চান বলেও জানান।
১২ ঘণ্টা আগে