ডোমিনোজ পিৎজা বাংলাদেশ রমজান উপলক্ষে বিনা মূল্যে ৩০ হাজার খাবার বিতরণ করবে। সম্প্রতি রাজধানীর গুলশান-১-এ ডোমিনোজ পিৎজার আউটলেটে প্রেস কনফারেন্সে এই কথা জানানো হয়। রমজানের শিক্ষা ও মূল্যবোধের সঙ্গে গ্রাহকদের মধ্যে খুশি ছড়াতে এই ক্যাম্পেইন করছে প্রতিষ্ঠানটি।
ক্যাম্পেইনের অংশ হিসেবে ডোমিনোজ পিৎজা বাংলাদেশ একটি আকর্ষণীয় পিৎজা বক্স তৈরি করেছে, যেখানে রমজান মাসে ঢাকা শহরের সংস্কৃতি ও জীবনচিত্র ফুটে উঠেছে। বক্সটির ওপরে একটি QR কোড রয়েছে, যা সহজেই স্ক্যান করে অগমেন্টেড রিয়্যালিটির মাধ্যমে গ্রাহক রমজানে ঢাকার আয়োজন ও সংস্কৃতি সরাসরি দেখতে পারবেন। এ ছাড়া প্রতি স্ক্যানে কাস্টমার একটি গিফট কুপন পাবেন, যা তাঁরা প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে রমজানের খুশি তাঁদের মধ্যেও ছড়াতে পারবেন।
ডোমিনোজ পিৎজা বাংলাদেশের কান্ট্রি মার্কেটিং লিড আবু ওবায়দা ইমন বলেন, ‘এই ক্যাম্পেইনটি শুধু খুশি ছড়াতে নয়, বরং শেয়ারিংয়ের মাস পবিত্র রমজানে ডোমিনোজ পিৎজার একটি ইউনিক উদ্যোগ। এই জন্য ডোমিনোজ পিৎজা আয়োজন করেছে এক বিশেষ BOGO-অফার, Buy 1 Give 1; যেখানে প্রতিটি ডেলিভারি অর্ডারের বিপরীতে একজন সুবিধাবঞ্চিত শিশুকে বিনা মূল্যে খাবার দেওয়া হবে। গত বছর এভাবেই ১৪ হাজার সুবিধাবঞ্চিত শিশুর মাঝে বিনা মূল্যে খাবার বিতরণ করা হয়েছিল, এ বছর আরও একধাপ এগিয়ে ৩০ হাজার খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে ডোমিনোজ পিৎজা।’
রমজান মাসজুড়ে এই উদ্যোগে অংশ নিতে পারবেন গ্রাহকেরাও। গুগল প্লে-স্টোরে থাকা ডোমিনোজ পিৎজা অ্যাপ ব্যবহার করে অথবা ওয়েবসাইট অথবা ১৬৬৫৬ নম্বরে কল করে পিৎজা অর্ডার করতে পারবেন কাস্টমাররা।
ডোমিনোজ পিৎজা বাংলাদেশ রমজান উপলক্ষে বিনা মূল্যে ৩০ হাজার খাবার বিতরণ করবে। সম্প্রতি রাজধানীর গুলশান-১-এ ডোমিনোজ পিৎজার আউটলেটে প্রেস কনফারেন্সে এই কথা জানানো হয়। রমজানের শিক্ষা ও মূল্যবোধের সঙ্গে গ্রাহকদের মধ্যে খুশি ছড়াতে এই ক্যাম্পেইন করছে প্রতিষ্ঠানটি।
ক্যাম্পেইনের অংশ হিসেবে ডোমিনোজ পিৎজা বাংলাদেশ একটি আকর্ষণীয় পিৎজা বক্স তৈরি করেছে, যেখানে রমজান মাসে ঢাকা শহরের সংস্কৃতি ও জীবনচিত্র ফুটে উঠেছে। বক্সটির ওপরে একটি QR কোড রয়েছে, যা সহজেই স্ক্যান করে অগমেন্টেড রিয়্যালিটির মাধ্যমে গ্রাহক রমজানে ঢাকার আয়োজন ও সংস্কৃতি সরাসরি দেখতে পারবেন। এ ছাড়া প্রতি স্ক্যানে কাস্টমার একটি গিফট কুপন পাবেন, যা তাঁরা প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে রমজানের খুশি তাঁদের মধ্যেও ছড়াতে পারবেন।
ডোমিনোজ পিৎজা বাংলাদেশের কান্ট্রি মার্কেটিং লিড আবু ওবায়দা ইমন বলেন, ‘এই ক্যাম্পেইনটি শুধু খুশি ছড়াতে নয়, বরং শেয়ারিংয়ের মাস পবিত্র রমজানে ডোমিনোজ পিৎজার একটি ইউনিক উদ্যোগ। এই জন্য ডোমিনোজ পিৎজা আয়োজন করেছে এক বিশেষ BOGO-অফার, Buy 1 Give 1; যেখানে প্রতিটি ডেলিভারি অর্ডারের বিপরীতে একজন সুবিধাবঞ্চিত শিশুকে বিনা মূল্যে খাবার দেওয়া হবে। গত বছর এভাবেই ১৪ হাজার সুবিধাবঞ্চিত শিশুর মাঝে বিনা মূল্যে খাবার বিতরণ করা হয়েছিল, এ বছর আরও একধাপ এগিয়ে ৩০ হাজার খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে ডোমিনোজ পিৎজা।’
রমজান মাসজুড়ে এই উদ্যোগে অংশ নিতে পারবেন গ্রাহকেরাও। গুগল প্লে-স্টোরে থাকা ডোমিনোজ পিৎজা অ্যাপ ব্যবহার করে অথবা ওয়েবসাইট অথবা ১৬৬৫৬ নম্বরে কল করে পিৎজা অর্ডার করতে পারবেন কাস্টমাররা।
বিগত বছরগুলোতে বোরো ও আমন মৌসুমে সরকারি ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ করতে পারেনি খাদ্য মন্ত্রণালয়। কিন্তু এবার চিত্র ভিন্ন। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই লক্ষ্য ছাড়িয়ে গেছে সংগ্রহ। ইতিহাসে প্রথমবার সর্বোচ্চ পরিমাণ ধান ও চাল সংগ্রহ করেছে সরকার।
২ ঘণ্টা আগেআগস্টের প্রথম ২০ দিনে রেমিট্যান্স (প্রবাসী আয়) প্রবাহ ৭ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৬৪২ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
২ ঘণ্টা আগেদেশে প্রিফ্যাব্রিকেটেড স্টিল শিল্পের বাজার এখন ৮ হাজার কোটি টাকার বেশি। শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন ও রপ্তানির সম্ভাবনাময় খাতটি দ্রুত সম্প্রসারণ ঘটাচ্ছে। এই বাস্তবতায় নভেম্বরে রাজধানীতে আয়োজন করা হবে দুই দিনের ‘মেটাল এক্সপো বাংলাদেশ ২০২৫’।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলার। তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ২৫ দশমিক ৮৬ বিলিয়ন মার্কিন ডলার।
৩ ঘণ্টা আগে