নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কুষ্টিয়া জেলার খোকসার জুবিলী ব্যাংকের অবসায়নে অবসায়ক হিসেবে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। গত বছরের ২৯ নভেম্বর এ আদেশ দেওয়া হয়। তবে আদেশের অনুলিপি প্রকাশিত হয়েছে আজ বৃহস্পতিবার।
আদেশে অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীকে ‘দ্য অফিশিয়াল লিকুইডিটর’ হিসেবে নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য তাঁকে প্রতি মাসে ১ লাখ ৫০ হাজার টাকা ফি দিতে বলা হয়েছে। এ ছাড়া সুপ্রিম কোর্টের আইনজীবী ফারিয়া হককে অতিরিক্ত লিকুইডিটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁকে প্রতি মাসে ৫০ হাজার টাকা ফি দিতে বলা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে এএইচএম শামসুদ্দিন চৌধুরী বলেন, ‘এটা বঙ্গবন্ধুর খুনি কর্নেল রশিদের ব্যাংক। ১৯৮৪ সালে এরশাদ সরকার এটির লাইসেন্স দিয়েছিল। এটি এখনো চলমান। আমি বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনব। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক কেন এটি বন্ধ করতে ব্যর্থ হয়েছে সে বিষয়ে তাঁদের কাছে ব্যাখ্যা চাইব।’
১৯১৩ সালের ১৫ এপ্রিল কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার জানিপুরে ‘খোকসা জানিপুর জুবিলী ব্যাংক লিমিটেড’ নামে প্রতিষ্ঠিত হয় এটি। ১৯৮৪ সালে বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্সপ্রাপ্ত হয়ে ব্যাংকটি বাণিজ্যিকভাবে ব্যবসা শুরু করে। ১৯৮৭ সালে নাম পরিবর্তন করে হয় ‘জুবিলী ব্যাংক লিমিটেড’।
বিভিন্ন সময় বঙ্গবন্ধুর কয়েকজন খুনি জুবিলী ব্যাংকের মালিকানায় ছিলেন। কয়েক বছর ধরে ব্যাংকটি নিয়ে জটিলতার সৃষ্টি হয়। এমন পরিস্থিতে বাংলাদেশ ব্যাংক এটির অবসায়ন চেয়ে হাইকোর্টে আবেদন করে।
কুষ্টিয়া জেলার খোকসার জুবিলী ব্যাংকের অবসায়নে অবসায়ক হিসেবে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। গত বছরের ২৯ নভেম্বর এ আদেশ দেওয়া হয়। তবে আদেশের অনুলিপি প্রকাশিত হয়েছে আজ বৃহস্পতিবার।
আদেশে অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীকে ‘দ্য অফিশিয়াল লিকুইডিটর’ হিসেবে নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য তাঁকে প্রতি মাসে ১ লাখ ৫০ হাজার টাকা ফি দিতে বলা হয়েছে। এ ছাড়া সুপ্রিম কোর্টের আইনজীবী ফারিয়া হককে অতিরিক্ত লিকুইডিটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁকে প্রতি মাসে ৫০ হাজার টাকা ফি দিতে বলা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে এএইচএম শামসুদ্দিন চৌধুরী বলেন, ‘এটা বঙ্গবন্ধুর খুনি কর্নেল রশিদের ব্যাংক। ১৯৮৪ সালে এরশাদ সরকার এটির লাইসেন্স দিয়েছিল। এটি এখনো চলমান। আমি বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনব। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক কেন এটি বন্ধ করতে ব্যর্থ হয়েছে সে বিষয়ে তাঁদের কাছে ব্যাখ্যা চাইব।’
১৯১৩ সালের ১৫ এপ্রিল কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার জানিপুরে ‘খোকসা জানিপুর জুবিলী ব্যাংক লিমিটেড’ নামে প্রতিষ্ঠিত হয় এটি। ১৯৮৪ সালে বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্সপ্রাপ্ত হয়ে ব্যাংকটি বাণিজ্যিকভাবে ব্যবসা শুরু করে। ১৯৮৭ সালে নাম পরিবর্তন করে হয় ‘জুবিলী ব্যাংক লিমিটেড’।
বিভিন্ন সময় বঙ্গবন্ধুর কয়েকজন খুনি জুবিলী ব্যাংকের মালিকানায় ছিলেন। কয়েক বছর ধরে ব্যাংকটি নিয়ে জটিলতার সৃষ্টি হয়। এমন পরিস্থিতে বাংলাদেশ ব্যাংক এটির অবসায়ন চেয়ে হাইকোর্টে আবেদন করে।
ঢাকা ব্যাংকের এমডি হিসেবে যোগ দেওয়ার এক বছরেরও কম সময়ে পদত্যাগ করলেন শেখ মোহাম্মদ মারুফ। এর আগে তিনি সিটি ব্যাংকে অতিরিক্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। সূত্র জানিয়েছে, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ঢাকা ব্যাংকের কয়েকজন সাবেক ও বর্তমান পরিচালক সক্রিয় হয়ে ওঠেন।
৪ ঘণ্টা আগেজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয় সংবলিত ১০টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৮২১ কোটি ৫৮ লাখ টাকা, প্রকল্প ঋণ ২ হাজার ৪২৮ কোটি ৪ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৫৬ কোটি ৮৯ লাখ টাকা।
৬ ঘণ্টা আগেদেশের মুদ্রাবাজারে আজ রোববার সপ্তাহের প্রথম দিনে লেনদেন চলছে পুরোদমে। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের তুলনায় আজ ডলারের দাম কিছুটা কমেছে। এদিন ইউরোর দাম কিছুটা কমলেও ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের দাম কিছুটা বেড়েছে।
৭ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর ফলে, ভারতের রপ্তানির প্রায় ৭০ শতাংশ, যার আর্থিক মূল্য ৬০ দশমিক ৮৫ বিলিয়ন ডলার, এখন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের আওতায় পড়েছে। ভারতীয় আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক গবেষণা পরিষদের (আইসিআরআইইআর)
৭ ঘণ্টা আগে