Ajker Patrika

প্রিমিয়ার ব্যাংকে জাতীয় শোক দিবস পালন

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৮: ৩৩
প্রিমিয়ার ব্যাংকে জাতীয় শোক দিবস পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। ব্যাংকের প্রধান কার্যালয়ে উপদেষ্টা মুহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে এ আয়োজনের উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংটির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম. রিয়াজুল করিম, এফসিএমএ। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। এ ছাড়াও শোক দিবস উপলক্ষে, `স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম' এর আয়োজন করে ব্যাংকটি। পরবর্তীতে ব্যাংকের প্রধান কার্যালয় এবং অন্যান্য শাখায় এই শোকাবহ দিনটির স্মরণে বৃক্ষরোপণ করা হয়েছে। 

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. রিয়াজুল করিম, এফসিএমএ তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে আমরা নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করছি। মানুষের পাশে মানবিক মমতা নিয়ে আমাদের ব্যাংকের যারা রক্ত দিয়ে মুমূর্ষুর জীবন বাঁচাতে সহায়তা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। রক্তদান কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য অপরাজিতা এনাবলার লিমিটেড ও বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতিকে ধন্যবাদ জানাই। 

এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ নওশের আলী, উপব্যবস্থাপনা পরিচালক জনাব শামসুদ্দিন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক জনাব শাহেদ সেকান্দার, উপব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ আবুল হাশেম, এফসিএ এফসিএমএ, উপব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী আহ্সান খলিল, উপব্যবস্থাপনা পরিচালক জনাব ছামি করিমসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত