Ajker Patrika

২০২২ সালে পদোন্নতি প্রাপ্তদের সংবর্ধনা দিল এসআইবিএল

২০২২ সালে পদোন্নতি প্রাপ্তদের সংবর্ধনা দিল এসআইবিএল

সোশ্যাল ইসলামী ব্যাংকের ২০২২ সালের পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ শনিবার ঢাকা অফিসার্স ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব–উল–আলম এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। 

অনুষ্ঠানে ২০২২ সালের পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার ৫০টি শাখার সর্বস্তরের প্রায় ২০০০ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব–উল–আলম পদোন্নতি প্রাপ্তদের অভিনন্দন জানান এবং উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সৌভাগ্যবান যে, আপনারা একটি ইসলামী ব্যাংকে কাজ করেন। আর তাই সকলকে ব্যাংকের মাধ্যমে মানবকল্যাণে কাজ করতে হবে।’ 

এ সময় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম পদোন্নতি প্রাপ্তদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও অধিক পদোন্নতি দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি সকলকে আরও বেশি আন্তরিকতার সঙ্গে গ্রাহকসেবা প্রদানের আহ্বান জানান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য ডা. মো. জাহাঙ্গীর হোসেন ও প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হক ও মুহাম্মদ ফোরকানুল্লাহ এবং মানব সম্পদ বিভাগের প্রধান কাজি ওবায়দুল আল ফারুকসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীগণ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত