নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাশিয়া–ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতিতে চলছে মন্দা। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রধান দেশগুলো কমিয়ে দিয়েছে পোশাক ক্রয়। এর ধাক্কা এসে পড়ছে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকে। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান আশঙ্কা প্রকাশ করেছেন, ‘চলতি অক্টোবর মাসে পোশাক রপ্তানি ২০ শতাংশ কমবে।’
আজ রোববার বিজিএমইএ নিজস্ব ভবনে আয়োজিত মিট দ্যা প্রেস উইথ ফারুক হাসান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিজিএমইএ সভাপতি বলেন, ‘এ অর্থবছরের প্রথম দুই মাসে, জুলাই-আগস্টে প্রবৃদ্ধি ভালো ছিল। কিন্তু গত দু’মাসে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ক্রয়াদেশ ক্রমশ কমছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি-৭.৫২ শতাংশ হ্রাস পেয়েছে। আমার আশঙ্কা চলতি অক্টোবর মাসে তৈরি পোশাক রপ্তানি কমবে ২০ শতাংশ।’
ফারুক হাসান বলেন, ‘চলতি বছরের আগস্ট পর্যন্ত পোশাক শিল্পে টানা প্রবৃদ্ধি হয়েছে। যে কারণে গত অর্থবছরে এ শিল্প খাত থেকে রপ্তানি হয়েছে ৪২.৬ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু গত দু’মাসে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি ক্রয়াদেশ ক্রমশ কমছে। আমার আশঙ্কা পোশাক রপ্তানির এই নেতিবাচক প্রবৃদ্ধি অক্টোবরের পর নভেম্বরেও অব্যাহত থাকবে।’
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা, মূল্যস্ফিতি এবং খুচরা বাজারে প্রভাবের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানিসহ প্রধান বাজারগুলোতে প্রবৃদ্ধি হ্রাস পাচ্ছে বলেও জানান বিজিএমইএ সভাপতি।
মিট দ্যা প্রেস অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিমসহ পরিচালনা বোর্ডের সদস্যরা।
রাশিয়া–ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতিতে চলছে মন্দা। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রধান দেশগুলো কমিয়ে দিয়েছে পোশাক ক্রয়। এর ধাক্কা এসে পড়ছে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকে। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান আশঙ্কা প্রকাশ করেছেন, ‘চলতি অক্টোবর মাসে পোশাক রপ্তানি ২০ শতাংশ কমবে।’
আজ রোববার বিজিএমইএ নিজস্ব ভবনে আয়োজিত মিট দ্যা প্রেস উইথ ফারুক হাসান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিজিএমইএ সভাপতি বলেন, ‘এ অর্থবছরের প্রথম দুই মাসে, জুলাই-আগস্টে প্রবৃদ্ধি ভালো ছিল। কিন্তু গত দু’মাসে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ক্রয়াদেশ ক্রমশ কমছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি-৭.৫২ শতাংশ হ্রাস পেয়েছে। আমার আশঙ্কা চলতি অক্টোবর মাসে তৈরি পোশাক রপ্তানি কমবে ২০ শতাংশ।’
ফারুক হাসান বলেন, ‘চলতি বছরের আগস্ট পর্যন্ত পোশাক শিল্পে টানা প্রবৃদ্ধি হয়েছে। যে কারণে গত অর্থবছরে এ শিল্প খাত থেকে রপ্তানি হয়েছে ৪২.৬ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু গত দু’মাসে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি ক্রয়াদেশ ক্রমশ কমছে। আমার আশঙ্কা পোশাক রপ্তানির এই নেতিবাচক প্রবৃদ্ধি অক্টোবরের পর নভেম্বরেও অব্যাহত থাকবে।’
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা, মূল্যস্ফিতি এবং খুচরা বাজারে প্রভাবের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানিসহ প্রধান বাজারগুলোতে প্রবৃদ্ধি হ্রাস পাচ্ছে বলেও জানান বিজিএমইএ সভাপতি।
মিট দ্যা প্রেস অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিমসহ পরিচালনা বোর্ডের সদস্যরা।
কর দিতে গিয়েও দিতে হয় ঘুষ—শিল্পমালিকদের এই বিস্ফোরক ক্ষোভ এখন আর কানে কানে বলা গুঞ্জন নয়, বরং অর্থনীতির কেন্দ্রবিন্দুতে প্রকাশ্য প্রতিবাদ। নিয়মিত করদাতারা পাচ্ছেন না ন্যায্য সম্মান, বরং তাঁদের ঘাড়ে চাপছে অতিরিক্ত বোঝা। উৎপাদনে ব্যবহৃত গ্যাস-বিদ্যুৎ নেই, অথচ কর চাই নিরবচ্ছিন্নভাবে। বিনিয়োগ থমকে...
৩২ মিনিট আগেআগামী এক বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিজেড) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এই পদক্ষেপের মাধ্যমে দেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র বা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার লক্ষ্যে কাজ শুরু হচ্ছে।
৩৭ মিনিট আগেরাজধানীর অলিগলিতে প্রতিদিনের চেনা দৃশ্য—রোদে ঝলসে গেলেও থামে না শ্রমিকের কাজ। কেউ ড্রেন খুঁড়ছেন, কেউ টানছেন ইট-বালু। কোটি কোটি টাকার ঠিকাদারি প্রকল্পে সড়ক আর ভবন গড়ে উঠলেও সেই সব নির্মাণের ভিত গাঁথা শ্রমিকদের মজুরি থাকে বড্ড কম। কাজের ভার আর দক্ষতার ভিত্তিতে নয়—তাঁদের ঘামের দাম ঠিক হয় মালিকের...
৪১ মিনিট আগেদেশে রপ্তানি ও প্রবাসী আয় বাড়লেও বিদেশি উন্নয়ন সহযোগীদের প্রকল্প ঋণের প্রতিশ্রুতি আশঙ্কাজনক হারে কমেছে। বিপরীতে পুরোনো ঋণ পরিশোধের চাপ বেড়েছে।
১ ঘণ্টা আগে