অনলাইন ডেস্ক
বিশ্বজুড়ে শতাধিক দেশে ট্রাম্পের নতুন শুল্ক কার্যকরে যুক্তরাষ্ট্রের বাজারে ব্যাপক অস্থিরতা তৈরির পর মার্কিন নাগরিকদের শক্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল শনিবার থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সব পণ্যের ওপর ১০ শতাংশ বেসলাইন শুল্ক কার্যকর হয়েছে। এর ফলে দেশটির বাজার অস্থিতিশীল হয়ে উঠলেও ট্রাম্প একে যুক্তরাষ্ট্রের জন্য ‘অর্থনৈতিক বিপ্লব’ বলে অভিহিত করছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আপনারা ধৈর্য ধরুন, শক্ত থাকুন। এই যাত্রা সহজ হবে না, কিন্তু ফলাফল হবে ঐতিহাসিক। যুক্তরাষ্ট্রেরই জয় হবে।’
ট্রাম্পের এসব কথায় আস্থা রাখছেন না মার্কিন জনগণ। যুক্তরাষ্ট্রে হাজারের বেশি স্থানে ট্রাম্প-বিরোধী বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ।
গত বুধবার (২ মার্চ) প্রেসিডেন্ট ট্রাম্প পাল্টাপাল্টি এই শুল্কের ঘোষণা দেওয়ার মাত্র দুই দিনের মাথায় গত শুক্রবার যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান শেয়ারবাজার সূচকই ৫ শতাংশের বেশি পড়ে যায়। এসঅ্যান্ডপি-৫০০ নেমেছে ৬ শতাংশ। সূচকগুলোর এমন পতনে গত পাঁচ বছরে মার্কিন শেয়ারবাজারের জন্য সবচেয়ে খারাপ সপ্তাহ বলে অভিহিত করছেন অর্থনীতিবিদেরা।
শুধু যুক্তরাষ্ট্রেই নয়, এর প্রভাব পড়ছে বৈশ্বিক বাজারেও। যুক্তরাজ্যের শেয়ার সূচক এফটিএসই ১০০-এর পতন হয়েছে ৫ শতাংশ। ২০২০ সালের পর এটিই এই সূচকের সবচেয়ে বড় পতন। এশীয় বাজারগুলোও বড় ধাক্কা খেয়েছে। পতন দেখা গেছে জার্মানি ও ফ্রান্সের শেয়ারবাজারেও।
এই ধাক্কা সামাল দিতে না দিতেই ৯ এপ্রিল আবার ট্রাম্পের নতুন শুল্কের খাঁড়া পড়তে যাচ্ছে বেশ কয়েকটি দেশে। বুধবারের ঘোষণায় ট্রাম্প বলেছেন, সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতির জন্য দায়ীদের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে যাচ্ছেন তিনি। এই যুক্তিতে ইউরোপীয় ইউনয়নের ওপরও ২০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
তবে, ট্রাম্পের ঘনিষ্ঠ এবং ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি–ডিওজিইর দায়িত্বে থাকা ইলন মাস্ক বলেছেন, ইউরোপ ও আমেরিকার মধ্যে একটি ‘শূন্য শুল্ক অঞ্চল’ গঠিত হতে পারে, যেটি ‘একটি মুক্ত বাণিজ্য অঞ্চল’ হতে পারে।
এদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী বেইজিংয়ের ওপর ওয়াশিংটনের নতুন করে ৩৪ শতাংশ শুল্কারোপের পর গত শুক্রবার চীনও যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছে। পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) একটি অভিযোগও দিয়েছে বেইজিং।
বিশ্বজুড়ে শতাধিক দেশে ট্রাম্পের নতুন শুল্ক কার্যকরে যুক্তরাষ্ট্রের বাজারে ব্যাপক অস্থিরতা তৈরির পর মার্কিন নাগরিকদের শক্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল শনিবার থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সব পণ্যের ওপর ১০ শতাংশ বেসলাইন শুল্ক কার্যকর হয়েছে। এর ফলে দেশটির বাজার অস্থিতিশীল হয়ে উঠলেও ট্রাম্প একে যুক্তরাষ্ট্রের জন্য ‘অর্থনৈতিক বিপ্লব’ বলে অভিহিত করছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আপনারা ধৈর্য ধরুন, শক্ত থাকুন। এই যাত্রা সহজ হবে না, কিন্তু ফলাফল হবে ঐতিহাসিক। যুক্তরাষ্ট্রেরই জয় হবে।’
ট্রাম্পের এসব কথায় আস্থা রাখছেন না মার্কিন জনগণ। যুক্তরাষ্ট্রে হাজারের বেশি স্থানে ট্রাম্প-বিরোধী বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ।
গত বুধবার (২ মার্চ) প্রেসিডেন্ট ট্রাম্প পাল্টাপাল্টি এই শুল্কের ঘোষণা দেওয়ার মাত্র দুই দিনের মাথায় গত শুক্রবার যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান শেয়ারবাজার সূচকই ৫ শতাংশের বেশি পড়ে যায়। এসঅ্যান্ডপি-৫০০ নেমেছে ৬ শতাংশ। সূচকগুলোর এমন পতনে গত পাঁচ বছরে মার্কিন শেয়ারবাজারের জন্য সবচেয়ে খারাপ সপ্তাহ বলে অভিহিত করছেন অর্থনীতিবিদেরা।
শুধু যুক্তরাষ্ট্রেই নয়, এর প্রভাব পড়ছে বৈশ্বিক বাজারেও। যুক্তরাজ্যের শেয়ার সূচক এফটিএসই ১০০-এর পতন হয়েছে ৫ শতাংশ। ২০২০ সালের পর এটিই এই সূচকের সবচেয়ে বড় পতন। এশীয় বাজারগুলোও বড় ধাক্কা খেয়েছে। পতন দেখা গেছে জার্মানি ও ফ্রান্সের শেয়ারবাজারেও।
এই ধাক্কা সামাল দিতে না দিতেই ৯ এপ্রিল আবার ট্রাম্পের নতুন শুল্কের খাঁড়া পড়তে যাচ্ছে বেশ কয়েকটি দেশে। বুধবারের ঘোষণায় ট্রাম্প বলেছেন, সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতির জন্য দায়ীদের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে যাচ্ছেন তিনি। এই যুক্তিতে ইউরোপীয় ইউনয়নের ওপরও ২০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
তবে, ট্রাম্পের ঘনিষ্ঠ এবং ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি–ডিওজিইর দায়িত্বে থাকা ইলন মাস্ক বলেছেন, ইউরোপ ও আমেরিকার মধ্যে একটি ‘শূন্য শুল্ক অঞ্চল’ গঠিত হতে পারে, যেটি ‘একটি মুক্ত বাণিজ্য অঞ্চল’ হতে পারে।
এদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী বেইজিংয়ের ওপর ওয়াশিংটনের নতুন করে ৩৪ শতাংশ শুল্কারোপের পর গত শুক্রবার চীনও যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছে। পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) একটি অভিযোগও দিয়েছে বেইজিং।
জনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
৩ ঘণ্টা আগেহজ মৌসুমে সম্মানিত হজযাত্রীদের জন্য উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে সেবা বুথ উদ্বোধন করেছে এক্সিম ব্যাংক। ২৮ এপ্রিল হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৫ ঘণ্টা আগেইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়নের ‘স্পেশাল ঈদ রেমিট্যান্স ক্যাম্পেইন’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন আজ মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পেইন চলাকালে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স প্রেরণকারীদের ডিজিটাল ড্রর মাধ্যমে প্রতি সপ্তাহে ৩টি করে
৫ ঘণ্টা আগেএনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি আবদুস সালাম (উদ্যোক্তা পরিচালক) সর্বসম্মতিক্রমে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ইঞ্জিনিয়ার আবদুস সালাম দেশের একজন স্বনামধন্য প্রকৌশলী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। প্রতিষ্ঠানের খবর, করপোরেট, ব্যাংক, বিজ্ঞপ্তি, এনসিসি ব্যাংক
৫ ঘণ্টা আগে