নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে চাওয়া ঋণের প্রথম কিস্তির ৪৪ কোটি ৭০ মিলিয়ন ডলার আগামী বছরের ফেব্রুয়ারিতে পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী ২০২৬ সালের মধ্যে আইএমএফ পুরো ঋণ দেবে ঋণ দেবে বলে বুধবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যেভাবে চেয়েছিলাম, আইএমএফ সেভাবেই আমাদের ঋণ দিচ্ছে। ঋণের আনুষ্ঠানিকতা আগামী তিন মাসের মধ্যে শেষ হবে। ঋণের প্রথম কিস্তি আগামী ফেব্রুয়ারিতে পাওয়া যাবে। এর পরিমাণ ৪৪৭ মিলিয়ন (৪৪.৭ কোটি) মার্কিন ডলার। মোট ৭ কিস্তিতে এঋন পাওয়া যাবে। পরের ছয় কিস্তির প্রতিটিতে ৬৬৬ মিলিয়ন ডলার করে ঋণ মিলবে।’
চলমান অর্থনৈতিক সংকটসহ রিজার্ভ ও ডলারের যোগান বাড়াতে আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। এবিষয়ে আলোচনার জন্য গত ২৬ অক্টোবর থেকে আইএমএফ প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে।
আইএমএফের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের অর্থনীতির সহায়তায় ৪২ মাসে মোট ৪৫০ কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে। এসব তহবিলের লক্ষ্য হলো- সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে টিকিয়ে রাখা এবং জোরালো, অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব প্রবৃদ্ধিকে সহায়তা করে, সঙ্গে সঙ্গে হুমকির মুখে থাকাদের রক্ষা করা।
এর মধ্যে রেজিলিয়েন্স ও সাস্টেইন্যাবিলিটি ফান্ডের (আরএসএফ) আওতায় বাংলাদেশকে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া হতে পারে। ওই অর্থ দিয়ে বাংলাদেশের জলবায়ু খাতে বিনিয়োগ চাহিদা পুরণ ও জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করার কাজে ব্যবহার করা হবে। পাশাপাশি আমদানিঘন জলবায়ু বিনিয়োগ থেকে লেনদেন ভারসাম্যে যে চাপ সৃষ্টি হয় তাও কমানো হবে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে চাওয়া ঋণের প্রথম কিস্তির ৪৪ কোটি ৭০ মিলিয়ন ডলার আগামী বছরের ফেব্রুয়ারিতে পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী ২০২৬ সালের মধ্যে আইএমএফ পুরো ঋণ দেবে ঋণ দেবে বলে বুধবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যেভাবে চেয়েছিলাম, আইএমএফ সেভাবেই আমাদের ঋণ দিচ্ছে। ঋণের আনুষ্ঠানিকতা আগামী তিন মাসের মধ্যে শেষ হবে। ঋণের প্রথম কিস্তি আগামী ফেব্রুয়ারিতে পাওয়া যাবে। এর পরিমাণ ৪৪৭ মিলিয়ন (৪৪.৭ কোটি) মার্কিন ডলার। মোট ৭ কিস্তিতে এঋন পাওয়া যাবে। পরের ছয় কিস্তির প্রতিটিতে ৬৬৬ মিলিয়ন ডলার করে ঋণ মিলবে।’
চলমান অর্থনৈতিক সংকটসহ রিজার্ভ ও ডলারের যোগান বাড়াতে আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। এবিষয়ে আলোচনার জন্য গত ২৬ অক্টোবর থেকে আইএমএফ প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে।
আইএমএফের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের অর্থনীতির সহায়তায় ৪২ মাসে মোট ৪৫০ কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে। এসব তহবিলের লক্ষ্য হলো- সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে টিকিয়ে রাখা এবং জোরালো, অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব প্রবৃদ্ধিকে সহায়তা করে, সঙ্গে সঙ্গে হুমকির মুখে থাকাদের রক্ষা করা।
এর মধ্যে রেজিলিয়েন্স ও সাস্টেইন্যাবিলিটি ফান্ডের (আরএসএফ) আওতায় বাংলাদেশকে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া হতে পারে। ওই অর্থ দিয়ে বাংলাদেশের জলবায়ু খাতে বিনিয়োগ চাহিদা পুরণ ও জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করার কাজে ব্যবহার করা হবে। পাশাপাশি আমদানিঘন জলবায়ু বিনিয়োগ থেকে লেনদেন ভারসাম্যে যে চাপ সৃষ্টি হয় তাও কমানো হবে।
আয়কর রিটার্ন জমা না দিলে গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পরিষেবার সংযোগ কেটে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। নতুন আয়কর আইনে কর কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া আছে। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর নির্দেশিকায় এমনটাই জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
৫ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিকস ব্র্যান্ড হয়ে ওঠার লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে এগিয়ে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। সেই লক্ষ্য অর্জনে বৈশ্বিক বাজার সম্প্রসারণে ব্যাপক সাফল্য দেখাচ্ছে প্রতিষ্ঠানটি।
৬ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার মালয়েশিয়ার শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান আজিয়াটাকে বাংলাদেশে ফাইভ-জি সেবা চালু এবং দেশের ডেটা সেন্টারে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টার অবস্থান করা হোটেলে আজিয়াটা প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।
৭ ঘণ্টা আগেসমুদ্র অর্থনীতিবিষয়ক গবেষক রিয়ার অ্যাডমিরাল (অব.) এম খুরশেদ আলম বলেন, ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা চিহ্নিত হয়েছে। কিন্তু দেশের অর্থনীতির টেকসই প্রবৃদ্ধির ক্ষেত্রে সাগরের সম্পদ ও সম্ভাবনা কাজে লাগানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দেশের উপকূলরেখা থেকে ৬৭৫ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ সমুদ্রসীমা
৭ ঘণ্টা আগে