নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অর্থবছরের শুরুতেই রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে হিমশিম খাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথম তিন মাসেই (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৮ হাজার ১৯৫ কোটি টাকা। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, সবচেয়ে বেশি রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে আয়কর খাতে। এই খাতে ঘাটতির পরিমাণ ৩ হাজার ৫২৭ কোটি টাকা। পণ্যের মূল্যবৃদ্ধির পরও ভ্যাটে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ১৫৪ কোটি টাকা।
সূত্র জানায়, চলতি অর্থবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। আর সেই হিসাবে অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮৪ হাজার ৯৪৬ কোটি টাকা। এ সময়ে এনবিআরের আয়কর, ভ্যাট ও কাস্টমস—সব মিলিয়ে আদায় করেছে ৭৬ হাজার ৭৫১ কোটি টাকা। অর্থাৎ অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৮ হাজার ১৯৫ কোটি টাকা।
রাজস্ব আদায়ে ঘাটতি থাকলেও গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৩৪ শতাংশ। এ ক্ষেত্রে শুধু ভ্যাটের প্রবৃদ্ধি হয়েছে ১৮ দশমিক শূন্য ৭ শতাংশ। মূলত ভ্যাটের ওপর ভরসা করে এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে মনে করেন এনবিআর কর্মকর্তারা। তাঁরা বলছেন, দেশে রেকর্ড মূল্যস্ফীতি বিরাজ করছে। আর মূল্যস্ফীতির কারণে বিভিন্ন পণ্যের দাম দ্বিগুণ থেকে ক্ষেত্রবিশেষে কয়েক গুণ বেড়ে গেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ভ্যাট আদায়ে। ফলে গত কয়েক বছরের তুলনায় ভ্যাট আদায় রেকর্ড হারে বেড়েছে।
অর্থবছরের শুরুতেই রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে হিমশিম খাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথম তিন মাসেই (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৮ হাজার ১৯৫ কোটি টাকা। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, সবচেয়ে বেশি রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে আয়কর খাতে। এই খাতে ঘাটতির পরিমাণ ৩ হাজার ৫২৭ কোটি টাকা। পণ্যের মূল্যবৃদ্ধির পরও ভ্যাটে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ১৫৪ কোটি টাকা।
সূত্র জানায়, চলতি অর্থবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। আর সেই হিসাবে অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮৪ হাজার ৯৪৬ কোটি টাকা। এ সময়ে এনবিআরের আয়কর, ভ্যাট ও কাস্টমস—সব মিলিয়ে আদায় করেছে ৭৬ হাজার ৭৫১ কোটি টাকা। অর্থাৎ অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৮ হাজার ১৯৫ কোটি টাকা।
রাজস্ব আদায়ে ঘাটতি থাকলেও গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৩৪ শতাংশ। এ ক্ষেত্রে শুধু ভ্যাটের প্রবৃদ্ধি হয়েছে ১৮ দশমিক শূন্য ৭ শতাংশ। মূলত ভ্যাটের ওপর ভরসা করে এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে মনে করেন এনবিআর কর্মকর্তারা। তাঁরা বলছেন, দেশে রেকর্ড মূল্যস্ফীতি বিরাজ করছে। আর মূল্যস্ফীতির কারণে বিভিন্ন পণ্যের দাম দ্বিগুণ থেকে ক্ষেত্রবিশেষে কয়েক গুণ বেড়ে গেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ভ্যাট আদায়ে। ফলে গত কয়েক বছরের তুলনায় ভ্যাট আদায় রেকর্ড হারে বেড়েছে।
নিষেধাজ্ঞা শেষে গত ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইলিশ ধরার মৌসুম, যা চলবে আগস্টের শেষ পর্যন্ত। কিন্তু অবাক করার মতো বিষয় হলো—ভরা মৌসুমেও সাগর-নদী থেকে জেলেরা প্রত্যাশিত ইলিশ পাচ্ছেন না। প্রতিবছর এই সময় দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা রুপালি ইলিশ শিকারে ব্যস্ত সময়...
৮ ঘণ্টা আগেটেকসই কৃষি উন্নয়নের অংশ হিসেবে রংপুর অঞ্চলে ‘আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন’ প্রকল্প হাতে নিয়েছে সরকার। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪২ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে রংপুর বিভাগের ৫ জেলার গ্রামীণ দারিদ্র্য কমবে, টেকসই কৃষি...
১০ ঘণ্টা আগেব্র্যাক ব্যাংকের স্মার্ট ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ সম্প্রতি ১০ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন করেছে। একই সঙ্গে, ২০২৫ সালের জুলাই মাসে এই অ্যাপের মাধ্যমে ২০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে, যা বাংলাদেশের ব্যাংকিং খাতে মাসিক অ্যাপ-ভিত্তিক লেনদেনের একটি নতুন রেকর্ড।
১০ ঘণ্টা আগেআমাদের দেশে ড্রাইভিংয়ের অভিজ্ঞতা অন্যান্য দেশের চেয়ে ভিন্ন। এখানকার রাস্তা, আবহাওয়া আর ট্রাফিকের ধরন গাড়ির ইঞ্জিনের ওপর বেশ লোড বাড়িয়ে দেয়। এ বিষয়গুলো মাথায় রেখে এমজেএল বাংলাদেশ পিএলসি বাজারে নিয়ে এসেছে Mobil Super™ All-In-One Protection 0 W-16।
১৩ ঘণ্টা আগে