Ajker Patrika

৬ মাসের ব্যবসায় মুনাফা বেড়েছে ১৪ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৬ মাসের ব্যবসায় মুনাফা বেড়েছে ১৪ কোম্পানির

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসের ব্যবসার তথ্য প্রকাশ করেছে পুঁজিবাজারের কিছু কোম্পানি। গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ১৯টি কোম্পানির পরিচালনা পর্ষদ ব্যবসায় লাভ-ক্ষতির হিসাব জানিয়েছে। এতে দেখা গেছে, সবগুলো কোম্পানি মুনাফা রয়েছে। এর মধ্যে ১৪টি বা ৭৪ শতাংশ কোম্পানির মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে। আর ৫টির মুনাফা আগের তুলনায় কমেছে। 

তবে ৬ মাসের মুনাফার খবরে উৎফুল্ল হওয়ার কিছু নেই বলে মনে করেন বিশ্লেষকেরা। এ বিষয়ে পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ৬ মাসে মুনাফা করেছে বলে তথ্য দিয়েছে। পরের ৬ মাসে মুনাফায় থাকবে কি না, সেটা নিশ্চিত করে বলা যায় না। মুনাফা বাড়তেও পারে, কমতেও পারে। 

মুনাফায় প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি ইউনাইটেড ফাইন্যান্সের। আগের বছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বা ইপিএস ছিল ৬ পয়সা, এবার হয়েছে ১৬ পয়সা। অর্থাৎ মুনাফা প্রবৃদ্ধি হয়েছে ১৬৬ শতাংশ। এরপরই ৪৯ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ৯৮ পয়সা। 

৬ মাসে ইস্টার্ন ব্যাংকের ইপিএস হয়েছে ২ টাকা ৩৭ পয়সা, যা আগের ৩৩ শতাংশ বেশি। ইস্টার্ন ইনস্যুরেন্সের ইপিএস ৩১ শতাংশ বেড়ে ১ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। আর পঞ্চম স্থানে থাকা সিটি জেনারেল ইনস্যুরেন্সের মুনাফা বেড়েছে ২৯ শতাংশ। 

এরপরে ঢাকা-ব্যাংকের ১৫, রূপালী ব্যাংকের ১৯, আইপিডিসির ১৩, এসবিএসি ব্যাংকের ১২, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের ৮, এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্সের ৪ এবং সিকদার ইনস্যুরেন্স ও ট্রাস্ট ব্যাংকের ইপিএস বেড়েছে ২ শতাংশ করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত